মেঝের সজ্জা
অন্দরসজ্জায় ঘরের মেঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু মুশকিল হচ্ছে আজকাল মেঝের অনেক কিছুই আপনার হাতে থাকে না। ফ্ল্যাটের মেঝে ডেভলপারের চুক্তি অনুযায়ী হয় মূলত। যদিও আলাদা করে করে নেওয়াই যায়। তবে সে ক্ষেত্রে ডেভলপার মেঝে বাবদ যে টাকা হয় সেটা আপনার মোট টাকা থেকে বাদ দিয়ে দেবেন। মেজের খরচ আলাদা করে দিতে হবে আপনাকে। এটুকু যদি মানিয়ে নিতে পারেন, তা হলে ফ্ল্যাট হলেও মেঝে সংক্রান্ত কোনও শখ অধরা থাকবে না। আর বাড়ি হলে তো সমস্যাই নেই। নিজের মত করেই করে নিতে পারবেন।
ঘরের মেঝের জন্য পছন্দের তালিকা অনেক। তবে প্রথম পছন্দ অবশ্যই মার্বেল। নানা ধরনের মার্বেল পাওয়া যায় এবং বিভিন্ন দামের। অভিজ্ঞ মানুষ যাঁরা মার্বেল চিনতে পারবেন, তাঁদের নিয়ে মার্বেল কিনতে যাবেন। অনভিজ্ঞ হলে মার্বেল কিনতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভবনা প্রবল। মার্বেলের দোকানের মেঝেতে বিছিয়ে দেবেন মার্বেল। যে ঘরের জন্য কিনবেন সেই ঘরের মাপে। এর পর মার্বেলে জল দিয়ে ভেনগুলো এক এক করে মেলাবেন। মেলানোর পর পাশাপাশি রেখে অয়েল প্যাস্টেল দিয়ে সাজিয়ে রাখা মার্বেলগুলোর নাম্বারিং করবেন। যাতে বাড়ির মেঝেতে মার্বেল নিয়ে আসার পর খুব সহজে বসিয়ে দেওয়া যায়। বসার ঘর, শোওয়ার ঘর কিংবা বাথরুম বা রান্নাঘরও মার্বেল করে নিলে সব চেয়ে ভাল। বিভিন্ন দামে পাওয়া যায় মার্বেল। বর্গফুট হিসেবে মার্বেলের দাম নির্ধারণ হয়। মার্বেল পালিশ করাটা খুব গুরুত্বপূর্ণ। মেঝের পিচ্ছিল হওয়াটা পালিশের উপর নির্ভর করে। বাথরুমের মেঝে একেবারেই পিচ্ছিল করে পালিশ করবেন না। গ্রানাইট পালিশও মার্বেলে করিয়ে নেওয়া যায়, এতে বাইরে থেকে মেঝে দেখতে বেশ ঝকঝকে হবে।
মার্বেল না চাইলে বাছতে পারেন টাইলস। এখন ফ্লোর টাইলস খুবই চলছে। খুব সহজে টাইলস ফিটিংও করে নেওয়া যায়। এমনকি ইচ্ছে হলে পুরনো মেঝে না উঠিয়েও সলিউশান দিয়ে টাইলস পুরনো মেঝেতেই লাগিয়ে ফেলা যায়। তবে ভিজে বাথরুম থাকলে ভিট্রিফায়েড টাইলস লাগানোটা একটু অসুবিধের। স্লিপারি হয়ে যাওয়ার সমস্যা আছে। তবে বাথরুমে যদি জলের ব্যবহার কম হয় মানে বাথরুম শুকনো থাকে তবে টাইলস লাগানোতে কোনও অসুবিধে নেই।
আরও পড়ুন:অতিথির ঘরের অন্দরসজ্জায় মেনে চলুন এ সব নিয়ম
আরও পড়ুন:পকেটসই দামে আলোর কারসাজিতেই রূপ ফিরবে ঘরের!
আগেকার দিনে মোজাইক ফ্লোরিং খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখন খুব একটা কেউ মোজাইক ফ্লোরিং করান না। উডেন ফ্লোরিং কিংবা রাবার ফ্লোরিং বেশ জনপ্রিয় এখন। উডেন ফ্লোরিংয়ের ক্ষেত্রে দামে খুব বেশি হলেও সলিড উডের ফ্লোরিংটাই সাব চেয়ে ভাল। অনেক দিন পর্যন্ত কোনও সমস্যা হয় না।রাবার ফ্লোরিং দুই এমএম, তিন এমএম এমন নানা থিকনেসের হয়। দামেও খুব একটা বেশি নয়, টাইলসের থেকে অল্প কিছুটা দামে বেশি। তাই কমার্শিয়াল জায়গায় রাবার ফ্লোরিংও ব্যবহার করতে পারেন।