Home Decoration Tips

দেওয়ালে আর নয়, এবার আলো দিন ঝুলিয়ে! ঘরের আভিজাত্য কতটা বাড়ে, দেখবেন শুধু!

ঘরের সৌন্দর্য বাড়ায় শুধু নয়, ঘর যথাযথ উষ্ণ এবং আরামদায়ক রাখে, চোখকে তৃপ্তি দেয়। দু-একটি বাদে এমন ঝুলন্ত আলো তেমন ব্যয়বহুলও নয়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:৫৮
Share:
০১ ১৬

আধুনিক বাড়ি, ফ্ল্যাট তো বটেই, অনেক সাবেক বাড়িতেও এখন ঝুলন্ত আলো দেখা যায়। বিশেষ করে বসার ঘরের সিলিং থেকে ঝোলে এমন আলো। এগুলি ঘরের সৌন্দর্য বাড়ায় শুধু নয়, ঘর যথাযথ উষ্ণ এবং আরামদায়ক রাখে, চোখকে তৃপ্তি দেয়। দু-একটি বাদে এমন ঝুলন্ত আলো তেমন ব্যয়বহুলও নয়।

০২ ১৬

বসার ঘরে সাধারণত মেঝে থেকে ৫ ফুট ওপরে ঝুলন্ত আলো রাখতে হয়। সুতরাং সিলিংয়ের উচ্চতা বুঝে তেমন দৈর্ঘ্যের রড বা চেন লাগবে আপনার বসার ঘরে।

Advertisement
০৩ ১৬

ঝুলন্ত আলো ঘরের বাস্তু মেনে লাগানো ভাল, বলছেন অনেক বাস্তুবিদরা। বিশেষ করে বসার ঘরে টবে গাছপালা থাকলে, অন্যান্য শিল্পকলা অর্থাৎ আটওয়ার্ক থাকলে, তাতে পৃথক আলোক ব্যবস্থা রাখা উচিত। ঘরের সাধারণ আলো কমিয়ে রেখে ঝুলন্ত আলো রাখা উচিত।

০৪ ১৬

এখানে রইল ১৩টি সেরা ঝুলন্ত আলো। যেমন, দুল লাইট - বিভিন্ন আকারের হয়। দুল লাইটের সবচেয়ে জনপ্রিয় আকার হল, বাটির মতো কাঠামো রডের মাধ্যমে সিলিং থেকে ঝোলে।

০৫ ১৬

উল্টানো দুল লাইট - উল্টানো বাটির মতো দেখতে ফ্রেম সিলিংয়ের দিকে মুখ করে থাকে। ফ্রেম গোলাকার। ফুলের মতো। নানা নকশার হয়। ছোট বসার ঘরের সিলিং থেকে ঝোলানোর জন্য এই স্টাইল খুব কার্যকরী।

০৬ ১৬

বৃত্তাকার দুল লাইট – ঝুলন্ত আলোর সবচেয়ে মার্জিত রূপ এটা। বসার ঘর রাজকীয় করে তোলে, বিলাসবহুল দেখায়। আকৃতিতে বৃত্তাকার, হালকা ফ্রেম, ভেতরে থাকা প্রতিটি আলো অর্থাৎ লাইটের আকার আলাদা। যেগুলির সম্মিলিতভাবে সৌন্দর্য ও আলোর রোশনাই, দুই-ই দুর্দান্ত।

০৭ ১৬

ঝাড়বাতি – বড়, ছড়ানো বসার ঘরের পক্ষে উপযুক্ত ঝুলন্ত আলোর এই নকশা। উঁচু সিলিং দরকার বসার ঘরে ঝাড়বাতি লাগানোর জন্য। সাধারণত স্ফটিক আকৃতির হয় বেশিরভাগ এই ঝাড়বাতিগুলো।

০৮ ১৬

সর্পিল ঝাড়বাতি - নতুন বাড়ির অত্যাধুনিক লিভিং রুমে সর্পিল ঝাড়বাতি ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সিলিং থেকে ঝুললেও সর্পিল ঝাড়বাতি সাপের মতো পেঁচিয়ে প্রায় ঘরের মেঝে অবধি প্রশস্ত হয়।

০৯ ১৬

স্পুটনিক ঝুলন্ত লাইট - বসার ঘরের মতোই অফিস ঘরেও এই স্টাইলিশ ঝুলন্ত লাইট উপযোগী। একটা রড থেকে বেরিয়ে আসা এর লম্বা শাখাগুলির মতো দেখতে ডিজাইন ছোট সাইজের ঘরকেও অনন্য চেহারা দেয়।

১০ ১৬

ট্র্যাক ও মনোরেল ঝুলন্ত আলো - ঘরকে বাড়তি সুন্দর করে তোলে পরিবেশবান্ধব এই ঝুলন্ত লাইট।‌ এর একাধিক বাল্ব একটা ট্র্যাক অথবা মনোরেলের সঙ্গে যুক্ত থাকে। এর আলো স্পটলাইটের মতো নির্দিষ্ট দিক তথা বস্তুর উপর আলো ফেলে লিভিং রুম-কে পরিবেশ বান্ধব রাখে। ঘরের অন্যান্য আলো নিভিয়ে রাখার দরকার পড়লে এই ফোকাসিং ঝুলন্ত আলোর নকশা একেবারে আদর্শ।

১১ ১৬

সিলিং পাখা আলো - ঝুলন্ত আলো লাগানোর জায়গা সীমিত হলে এই নকশা খুব কার্যকরী। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ডিজাইনার আলোর বন্দোবস্ত এটা।

১২ ১৬

লন্ঠন - আধুনিক বসার ঘরে ঝুলন্ত আলো লাগানোর ক্ষেত্রে এটা সেরা নকশা। বসার ঘরকে দেহাতি এবং আধুনিক, দু’টি মেজাজই দেয় এই ঝুলন্ত আলো।

১৩ ১৬

ফুলের ঝুলন্ত লাইট - এটা কাঁচের কাঠামোর ভিতরে লাগানো দুল‌ লাইট। যেটা ফুলের আকারে ডিজাইন করা। যে বসার ঘর একটু ম্যাড়মেড়ে ধরনের, তাকে উজ্জ্বল করে তোলে এই ফুলেল ঝুলন্ত আলো। দাম যেমন তুলনায় কম, তেমনই সাশ্রয়ী। কারণ, এটি অনেক বছর পালটানোর প্রয়োজন হয় না।

১৪ ১৬

ফ্যাব্রিক আলো ফিক্সচার - এটা সাধারণ কাঁচের ঝুলন্ত আলো নয়, সম্পূর্ণ আলাদা ধরনের। বসার ঘরের নানা ডিজাইনের ঝুলন্ত আলোর সেটের মধ্যে এটি দুর্দান্ত স্টাইল স্টেটমেন্ট দেয়। হালকা ঘি রঙের ফ্যাব্রিক করা ফ্রেমের ভেতর থেকে আলো চোখের পক্ষে ভীষণ আরামদায়ক। লিভিং রুমে বই পড়া এবং সিনেমা দেখা এই আলোয় খুব আরামের।

১৫ ১৬

ধাতব সিলিং আলো - এলইডি লাইট একমাত্র এই নকশার ঝুলন্ত আলোর সেটে লাগানো থাকে। এর কেতাদুরস্ত ঝুলন্ত আলোর ধাতব ফ্রেম আয়তাক্ষেত্রকার, বৃত্তাকার, ত্রিভূজাকার, বর্গাক্ষেত্রকার, ষড়ভূজাকার পর্যন্ত হয়। ফ্রেমের ভেতরের এলইডি লাইট এর আধুনিকতা আরও বাড়ায়।

১৬ ১৬

স্ফটিকের ঝুলন্ত আলো - ঝাড়বাতির চেয়ে সম্পূর্ণ আলাদা ডিজাইনের। পরিষ্কারের সময় খুব সাবধানে করতে হয়। স্ফটিক খুব পলকা। তবে শৈলীর দিক থেকে সম্ভবত এটিই এক নম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement