প্রতীকী চিত্র
আলোয় আলো আকাশ। দীপাবলির রাতে ঝলমলিয়ে ওঠে সারা দেশ। সেজে ওঠে নানা রকমের আলোয়। কেউ বেছে নেন প্রদীপ, কেউ মোমবাতি, কেউ বা বিদ্যুতের আলো। আর আতসবাজি তো আছেই! দীপাবলিতে ঘর সাজানোর অন্যতম উপকরণ মাটির প্রদীপ। বাস্তুমতে, এই মাটির প্রদীপের অবস্থানের উপর নির্ভর করে আপনার সৌভাগ্য। কোন দিকে কোন প্রদীপ রাখলে জ্বলে উঠবে আপনার ভাগ্যের সলতে, রইল তার সন্ধান।
কোন ধরনের প্রদীপ দিতে হবে, তা নিয়ে সংশয় থাকলে জেনে নেওয়া ভাল, দীপাবলিতে মাটির প্রদীপে ঘর সাজালে সবচেয়ে ভাল ফল হয়। বাজারে রুপো, পিতল, ও তামার প্রদীপও পাওয়া যায় অঢেল। তবে তার থেকে মাটির প্রদীপে বাড়ি সাজানোরই পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এতে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়।
কোন দিকে প্রদীপ শুভ?
দীপাবলির রাতে বাড়ির উত্তর দিকে রাখুন মাটির প্রদীপ। বাড়িতে আসবে সমৃদ্ধি। বাড়ির উত্তর দিকে নীল রঙের প্রদীপ রাখলে তা শুভ ফল দিতে পারে। এ ছাড়াও দক্ষিণ দিকে লাল রঙের ও দক্ষিণ পশ্চিম দিকে গোলাপি রঙের প্রদীপ রাখতে বলছেন বিশেষজ্ঞরা।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।