দুর্গাপুজো শেষ। শেষ লক্ষ্মী পুজোও। সপ্তাহ দুয়েক পরেই কালীপুজো। মানে অমাবস্যা তিথি। একই দিনে আবার দীপান্বিতা লক্ষ্মী পুজো। তার আগেই রয়েছে ধনতেরাস।
লক্ষ্মী পুজো যাওয়ার সঙ্গে সঙ্গেই ছোট হতে শুরু করেছে দিন। যদিও এর কারণ পৃথিবীর গতি। তবে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু, মোটেও তা নয়। বরং এখানে নড়াচড়া করেন স্বয়ং সূর্যদেব নিজেই। আর শাস্ত্র বলছে তার প্রভাব পড়তে চলেছে বেশ কিছু রাশির উপর। এই প্রতিবেদনে আপানাদের জন্য রইল এই পক্ষে গ্রহদের গতিবিধির কিছু হদিশ। আর কী হতে চলেছে তার প্রভাবে।
গণনা বলছে মঙ্গল আগামী ১৬ই অক্টোবর মিথুন রাশিতে সঞ্চার হবে। আবার তুলা রাশিতে ১৭ তারিখ সূর্য প্রবেশ করবে। সঙ্গে ১৮ তারিখ প্রবেশ করবে শুক্র। অন্য দিকে শনি ২৩ তারিখ নিজের বক্র গতি শেষ করে সোজা পথে ফিরবেন। তাই প্রভাব পড়তে চলেছে এই রাশি গুলির উপর।
মকর রাশি: সূর্য ও মঙ্গলের গোচরের ফলে লাভবান হবেন এই রাশির জাতকেরা। আটকে থাকা কোনও কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাল ফল পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা। লাভবান হবেন ব্যবসায়ীরাও।
বৃশ্চিক রাশি: দীপাবলিতে এই এই রাশির জাতকরাও বিশেষভাবে লাভবান হবেন। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় সূর্য ও মঙ্গলের স্থান পরিবর্তনের কারণে বেশ অনুকূল হয়ে উঠবে।
মিথুন রাশি: শনির গতি পরিবর্তন ও মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতকরা বেশ লাভবান হবেন। পেতে পারেন অনেকদিন ধরে আটকে থাকা টাকাও। আর্থিক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে সঙ্গে সফলতা মিলবে কর্মক্ষেত্রেও।
মেষ রাশি: শনির মার্গী ও শুক্রের গোচরের ফলে লাভ অর্জন করবে মেষ রাশির জাতকরা। দীপাবলিতে ও কালীপুজোয় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে।
সিংহ রাশি: সূর্য তুলা রাশিতে এবং মিথুন মঙ্গল রাশিতে গোচর করলে কালী পুজোতে এই রাশির লোকেরা লাভবান হবেন। লগ্নি করতে পারেন জমি – সম্পত্তিতে। কেরিয়ারেও ভাল সময় প্রামাণিত হতে পারে এই রাশির জাতকদের কাছে।