শ্যামাপোকা (ছবি: সংগৃহীত)
কালীপুজো যেতেই উৎপাত শুরু শ্যামাপোকার। জগদ্ধাত্রী পুজোর আগে সারা বাড়ি জুড়ে তাণ্ডব চলছে তেনাদের। সন্ধ্যাবেলা আলো জ্বালাতেই হাজির হচ্ছে সবুজ পোকার দল। বাড়িঘর চলে যাচ্ছে তাদের দখলে। উপরন্তু কামড়েও নাজেহাল হতে হচ্ছে!
কী ভাবে তাড়াবেন এই শ্যামাপোকা? জানলা-দরজা সর্ব ক্ষণ বন্ধ রাখা সম্ভব নয়, আলো না জ্বালিয়েও থাকা যায় না। সে ক্ষেত্রে সহজ কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করতে পারেন। যার সাহায্যে এই পোকার উপদ্রব কমানো যায়।
এক গ্লাস জলে দুই চা চামচের মতো টি ট্রি অয়েল মিশিয়ে আলোর চার দিকে স্প্রে করে রাখুন। এর উগ্র গন্ধ সহ্য করতে পারে না শ্যামাপোকারা। এতে আপনার বাড়ি থেকে দূরে থাকবে তারা।
ল্যাভেন্ডার অয়েল, ইউক্যালিপটাস অয়েল, লেমন এসেনশিয়াল অয়েলও জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে নিতে পারেন। এতেও উপদ্রব কমবে শ্যামাপোকার।
এক কাপ জলে এক চামচ বেকিং সোডা আর একটা গোটা লেবুর রস ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এ বার বাড়ির সবকটা আলোর চারদিকে স্প্রে করে দিন। এই গন্ধেও পালাবে শ্যামাপোকা।
গোলমরিচের গুঁড়ো নিয়ে জলে মিশিয়ে ভরে নিন স্প্রে বোতলে। সন্ধের আগে আলোগুলির চারপাশে ছিটিয়ে দিলেও অনেকটা কার্যকরী হতে পারে।
টেবিল ল্যাম্পের পাশে নিম গাছের পাতা রাখলে শ্যামাপোকা দূরে পালায়। টিউবলাইটের পাশে নিম পাতা রাখা মুশকিল বলে অন্য উপায় অবলম্বন করতে পারেন। নিমের তেল আলোর চার দিকে ছিটিয়ে রাখলে শ্যামাপোকার হাত থেকে মুক্তি পেতে পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।