প্রতীকী চিত্র
বিজয় দশমী মানেই মন খারাপের পালা। মা ঘরে আসবেন আবার একটি বছর পরে। এ সময়টায় তাই প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে মন ভাল রাখার চেষ্টা করেন অনেকেই। সেই বার্তার মাধ্যমেই যেন পৌঁছে যেতে চান প্রিয় মানুষের কাছাকাছি। আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধব, প্রতিবেশী কিংবা কর্মসূত্রে পরিচিত—বার্তা পাঠানোর তালিকাটা নেহাত ছোট তো নয়। চটপট সবাইকে কিছু না কিছু লিখতে চান? মুশকিল আসানে রইল কিছু শুভেচ্ছা বার্তার হদিশ।
১। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গা সকলের মঙ্গল করুন।
২। মাগো এ বার বিদায় তবে, আসছে বছর আবার হবে
৩। শুভ বিজয়া। মিষ্টিমুখ-আদর-শুভেচ্ছা।
৪। আজ দশমীর সিঁদুর খেলা, মায়ের এ বার ফেরার পালা। শুভ বিজয়া।
৫। আসছে বছর আবার হবে। মা আসবে আমার ঘরে। শুভ বিজয়া।
৬। শুভ বিজয়া দশমী। বড়দের প্রণাম, ছোটদের স্নেহ, আদর ও ভালবাসা।
৭। ঢাকে পড়ল কাঠি, পুজো কাটল জমজমাটি। শুভ বিজয়া।
৮। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা।
৯। বাজে ঢোল বাজে ঢাক, শুনে লাগে সবার তাক, শুভ বিজয়া।
১০। সুখ-দুঃখ যাক মিশে, শুভ বিজয়া সবার শেষে।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।