মা লক্ষ্মী পূজিত হন ধনতেরসের দিনে। সংস্কৃত শব্দ ‘ধন’ এর অর্থ সম্পদ এবং ‘তেরস’ অর্থ তেরো। কৃষ্ণপক্ষের ১৩ দিনের মাথায় পালিত হয় এই ধনতেরস।
প্রথামাফিক, ধনতেরসের দিনে বাড়িতে সমৃদ্ধি আনতে সোনা বা রুপোর গয়না কেনা হয়।
শুধু সোনা বা রুপোই নয়, নতুন বাসন, ঝাঁটা, গাড়ি, বাড়ি এবং বৈদ্যুতিক জিনিসও কেনা হয় এই দিনে।
কিন্তু কিছু জিনিস আছে, যেগুলি ওই দিন কেনা থেকে বিরত থাকাই ভাল। কিনলে সংসারে হতে পারে চরম অশান্তি, হয়ে যেতে পারেন সর্বস্বান্ত। এ ছাড়া, আরও কিছু কাজও আছে, যেগুলি ধনতেরসে না করাই শ্রেয়।
ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি এই সব কিনবেন না ধনতেরসে। কারণ এগুলি দুর্ভাগ্যের সঙ্গে সম্পর্কিত।
প্লাস্টিকের জিনিস কিনবেন না, অথবা কোনও ভাঙা জিনিস বাড়িতে আনবেন না।
কাচের বাসনপত্র অথবা কাচের তৈরি কোনও জিনিস এই দিনে কিনবেন না।
কিনবেন না লোহার বাসন অথবা অন্য কোনও জিনিস।
ইমিটেশনের গয়নাও এই দিনে না কেনাই ভালো।
ধনতেরসের দিন তেল অথবা ঘি কিনবেন না। বাড়িতে যদি এই দু’টি জিনিসের প্রয়োজন থাকে, তবে ধনতেরসের আগের দিন কিনে রাখুন।
কালো কাপড় এই দিন না পরাই ভাল।
কোনও উপহার আদান-প্রদান করবেন না ধনতেরসে। মনে করা হয়, উপহার দিলে সৌভাগ্যও প্রদান করা হয়।
কোনও ব্যক্তির থেকে ধার নেবেন না এই দিনে। অথবা কাউকে ধার দেবেনও না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।