Siddhi Vinayak Bhakt Mandal Ganesh Puja 2023

চাঁদা ছাড়াই বিশাল পুজো কলকাতার সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলের তরফ থেকে!

কালীঘাটের এই পুজোতে শুধু দক্ষিণ নয়, উত্তর কলকাতার বহু মানুষ সামিল থাকেন এবং ভোগ গ্রহণ করেন।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৫
Share:

সিদ্ধি বিনায়ক ভক্তদের আয়োজনে যে গণেশ পুজো হয়, তা ভালই নাম করেছে গত কয়েক বছরে। দক্ষিণ কলকাতার কালীঘাটে এই পুজোটি হলেও শুধু দক্ষিণ নয়, উত্তর কলকাতার বহু মানুষ সামিল থাকেন এখানে এবং ভোগ গ্রহণ করেন।

Advertisement

২০১৫ সাল থেকে এঁরা পুজো করছেন বেশ বড় আকারেই! প্রচুর লোক সমাগম হয় এখানে। তবে এই আকর্ষণের পিছনে কারণ লুকিয়ে রয়েছে অন্য জায়গায়।

প্রায় আট বছর ধরে এই পুজো চলছে নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই। এত বড় মাপের পুজো, অথচ এখানে বাইরের কারও থেকে কোনও রকমের চাঁদা নেওয়া হয় না! যতই তাজ্জব লাগুক না কেন, আসলে এই মণ্ডলের ৩০ জন সদস্য নিজেরাই নিজেদের অর্থে এই পুজো করেন প্রতি বছর।

Advertisement

শুধু তাই নয়, এই পুজোর জন্য ভোগ বিতরণ করা হয় বিকেল বা রাতের দিকে। সঠিক হিসেব না থাকলেও, আন্দাজ প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এই ভোগ গ্রহণ করতে আসেন এই মণ্ডপে। সবটাই হয় অত্যন্ত সুব্যস্থার সঙ্গে। উদ্যোক্তারা একান্ত নিষ্ঠা ভ’রে এই পুজো করেন।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement