গোল পার্কের রামকৃষ্ণ মিশন লাইব্রেরির পিছনের রাস্তার ওপরে অবস্থিত বহু তলের ১৫ তলার যে ফ্ল্যাটে শোভন-বৈশাখী থাকেন।
এই বাড়িতেই হয়েছে তাঁদের ছিমছাম গণেশ পুজো।
আগের দিন বিকেল থেকে শুরু করে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত পুজোর সমস্ত আয়োজন সম্পূর্ণ করেন বৈশাখী ও তাঁর মেয়ে মহুল।
বাড়ির কর্তা শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, অল্পক্ষণ মাত্র বিশ্রাম নিয়ে পুজোর আয়োজনের পাশে থেকেছেন।
মূলত বৈশাখীর ইচ্ছায় গণেশ চতুর্থীতে এই পুজো করছেন তাঁরা।
যবে থেকে শোভন-বৈশাখী এক সঙ্গে বসবাস করছেন, তত বছর তাঁরা এই গণেশ পুজো করছেন বাড়িতে।
তবে এবার পুজোর প্রায় সব কিছুই মেয়ে মহুলের আগ্রহে হয়েছে।
যেমন, এই পুজোয় অভ্যাগত সব পুরুষ-মহিলার 'ড্রেস কোড' ছিল, যার রং ছিল গোলাপী, সেই সবও বৈশাখীর মেয়ের ঠিক করে দেওয়া।
পুজোয় মা মেয়ের সাজও ছিল বেশ মিল। একই রঙের একই ধরনের শাড়ি। আটপৌরে ভাবে পরা। মাথায় একই গোলাপী রঙের ফুল।
পুরোহিত অবশ্য ছিলেন লাল পোশাকে। তাঁর সহকারীরা সাদা পোশাকে। গণেশ পুজো শেষে শোভন-বৈশাখী, মেয়ে মহুলসহ উপস্থিত সব ভক্তদের কপালে লাল টিকা পরিয়ে দেন পুরোহিত।