ananda utsav 2022

লেমনেড শাড়ি থেকে আর্চি, এ বার পুজোর সাজে নজরকাড়া পাওলি

সাবেক সাজে একটু অন্য রকম ভাবে নজরকাড়া হয়ে উঠতে চোখ রাখুন পাওলির দুর্দান্ত লুকে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৫০
Share:
০১ ১২

দেখে মনে হতেই পারে এ আবার কেমন শাড়ি! প্রত্যেক শাড়ির মতো এরও আছে এক বিশেষ গল্প। এই গল্প বোনা হয়েছে 'শুভা ডিজাইন স্টুডিয়ো 'তে। আর গল্পের নায়িকা হলেন পাওলি।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০২ ১২

বিগত ১০০ বছরে বিশ্ব জুড়ে যত বিজ্ঞাপন হয়েছে, তাদের সবার ট্যাগ লাইন ব্যবহার হয়েছে এই শাড়ির প্রিন্টে।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

Advertisement
০৩ ১২

এই ধরনের শাড়ির সঙ্গে সাধারণ ক্রপ টপ বেশ মানানসই। স্টাইল হবে পাওলির মতই 'এফর্টলেস'। এই ভাবনার নেপথ্য কারিগর হলেন ডিজাইনার শুভা মিত্র ও পুনম মল্লিক।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৪ ১২

সাবেক শাড়ির ধারণা বদলে দেবে 'শুভা ডিজাইন স্টুডিয়ো'র এই লেমনেড শাড়ি।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৫ ১২

এই শাড়ির অর্ধেক ভাগ কমলা ও ওয়াইন রঙের। বাকি অংশটি লেমন প্রিন্টের। ব্যবহার হয়েছে প্রাকৃতিক রং।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৬ ১২

একা হাতে ঘরে-বাইরে অনেক কাজই সামলান আজকের নারী। তাই শাড়ি পরার বিশেষ ধরনটিতে গুরুত্ব দিয়েছেন ডিজাইনার শুভা মিত্র ও পুনম মল্লিক। স্মার্ট লুক আনতে, লম্বা আঁচল ব্যবহার করা হয়েছে স্কার্ফের ধাঁচে।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৭ ১২

হৃদয়ের নানা রং। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শাড়ি চাই রঙিন।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৮ ১২

স্টাইল হোক আরামদায়ক! সাবেকি ধরন ছেড়ে তাই স্কার্টের মতো করে শাড়ি পরেছেন পাওলি।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার, স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৯ ১২

ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে এখন নতুন যুগলবন্দি ক্রপ টপের।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার, স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

১০ ১২

কমিক বইয়ের আর্চি এ বার হাতে তৈরি ফ্যাব্রিক ও স্পেশাল প্রিন্টে ।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

১১ ১২

শাড়ির স্টাইল হবে ড্রেসের মত, সঙ্গে কোমরে থাকবে বেল্ট। সকলে যেন নতুন ভাবে সেজে উঠতে পারে- শুভা ডিজাইন স্টুডিয়োর উদ্দেশ্য সেটাই।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement