Durga Puja Celebration 2018

পুজোর আগেই চুলের যত্নে সেজে উঠুন আপনিও

আমাদের চুলের ধরন এক এক রকম। যত্ন নেওয়ার কায়দাও কিন্তু ভিন্ন।

Advertisement

মনীষা মুখোপাধ্যায়

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৯
Share:

চুলের যত্ন শুরু করতে হবে পুজোর আগেই। ছবি: শাটারস্টক।

সুন্দর চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েই থাকে। চুল কেবল আমাদের সৌন্দর্যই বৃদ্ধি করে তা-ই নয়, আমাদের ব্যক্তিত্বের উপরেও প্রভাব ফেলে। আর পুজো মানেই চুল নিয়ে নানান কেরামতি করার সময়। কেউ খোঁপায় মন দেবে তো কেউ আবার খোলা চুলের ক্যারিশ্মায় মাত করবে পুজোর ক’দিন।

Advertisement

এমনিতে নারী-পুরুষ উভয়ের জন্যই চুলের সৌন্দর্য অত্যন্ত জরুরি। প্রত্যেক চুলের ধরন এক এক রকম। চুলের ধরন অনুসারে যত্ন নেওয়ারকায়দাও কিন্তু ভিন্ন। আর এই যত্ন শুরু করতে হবে পুজোর আগে থেকেই। ‘‘চুল ট্রিম করা বা চুলে স্পা নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং চুলের যত্নের কিছু নিয়ম-কানুন সারা বছরই মেনে চলতে হয়।’’ জানালেন হেয়ার ডিজাইনার ঝরনা দত্ত।

আরও পড়ুন: ছেলেদের ফ্যাশন মেয়েদের প্যাশন​

Advertisement

আরও পড়ুন: পুজোয় জেল্লাদার ত্বক চান! এখন থেকেই প্রস্তুতি নিন​

অনেকেই তেলকে স্টাইল স্টেটমেন্টের বাইরে বলে ভেবে নেন। খুব ভুল ধারণা। বরং চুলকে ঘন-কালো করতে হলে তেল মাখা আবশ্যক। সারা বছর না পারলেও অন্তত পুজোর আগের মাসটা নিয়ম মেনে তেল দিন চুলে।

আরও পড়ুন: ট্রেন্ডের পিছনে ছুটে সব পরে ফেলে ‘ক্রিসমাস ট্রি’ হয়ে উঠবেন না যেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement