পুজোয় জেল্লাদার ত্বক পেতে এখন থেকেই প্রস্তুতি নিন।—ছবি: ফাইল চিত্র।
আর মাত্র কটা দিন। তারপরই এসে হাজির হবেন মা। পঞ্চমী থেকেই প্যান্ডেলে হাজির হওয়ার প্ল্যান আছে নিশ্চয়ই! তাহলে আর সময় নষ্ট নয়। এখনই লেগে পড়ুন।
মেকআপ, চড়া রোদ— সারা বছর কত অত্যাচারই না সয় আপনার ত্বক! মাসে একবার পার্লারে ঢুঁ মারেন বটে। কিন্তু হারানো জেল্লা ফেরাতে তা যথেষ্ট নয়।
তাই পুজোর আগে বিশেষ টোটকা নিয়ে হাজির আমরা। মেনে চললে পুজোয় জেল্লাদার ত্বক গ্যারান্টি।
আরও পড়ুন: মিডি ড্রেসে সেক্সি
প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে কিছু কথা মাথায় রাখবেন। সে সবের উপাদান ১০০ শতাংশ হার্বাল হলে ভাল।
যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা চারকোল এবং পার্ল ফেসওয়াশ ব্যবহার করুন। এতে তেলাভাব কিছুটা হলেও কমে।
ফ্রুট প্রোটিন আবার শুষ্ক ত্বকের জন্য। তৈলাক্তও নয় আবার শুষ্কও নয়, এমন ত্বক যাঁদের তাঁরা গোল্ড এবং রেডিয়ান্ট গ্লো প্যাক ব্যবহার করলে ভাল।
আরও পড়ুন: পুজোর আগেই চুলের যত্নে সেজে উঠুন আপনিও
আরও পড়ুন: ছেলেদের ফ্যাশন মেয়েদের প্যাশন
সময় পেলে ঘরোয়া টোটকাও ট্রাই করে দেখতে পারেন। যেমন—