সদ্য শেষ হল বাঙালির সব চেয়ে বড় উৎসব। আনন্দে মেতে উঠলেন আপামর বাঙালি। চুটিয়ে মজা করে নিলেন তারকারাও। কয়েক জন আবার শহরের আলোকবর্তিকা ছেড়ে পালালেন প্রকৃতির কোলে। কেউ গেলেন একা, কেউ আবার জোড়ায় জোড়ায়। পুজোর চার দিন কারা ঘুরলেন কোথায়?
সপ্তমীতে বন্ধুর বাড়ির পুজো, অষ্টমীতে রূপটান শিল্পী অভিজিৎ চন্দের বাড়ি, আর নবমীতে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের কার্যনির্বাহী প্রযোজকের বাড়ি— এই ভাবেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুজোর প্রথম তিন দিন কেটেছে টলি-পাড়ার জনপ্রিয় যুগল শোভন-স্বস্তিকার। বাকি পড়েছিল কেবল বিজয়া দশমী। সেই দিনই প্রেমিক-প্রেমিকা উড়ে গেলেন উত্তরবঙ্গের সবুজের মাঝে।
দার্জিলিংয়ের কাছে ছোট্ট গ্রাম সিডি। সেখানেই দশমীর থেকে পাঁচ দিন নিরালায় ছুটি কাটালেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এক সঙ্গে ছবি না দিলেও নিজেদের আলাদা আলাদা ছবিতে তাঁরা ভরিয়ে দিয়েছেন ইনস্টাগ্রামের পাতা।
অভিনেত্রী মনামি ঘোষও গিয়েছিলেন পাহাড়ে। লে লাদাখের বিভিন্ন প্রান্তরে তাঁকে দেখা গেল বাহারি পোশাকে। ইনস্টাগ্রামে ভ্রমণের নানান মুহূর্তও ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
‘মৌচাক’ ওয়েবসিরিজে শেষ দেখা গিয়েছে নায়িকাকে। কখনও বৌদ্ধ মঠে, কখনও প্যাংগং লেকে ছবি তুললেন মনামি।
সিমলা কুলু মানালিতে সস্ত্রীক গিয়েছিলেন ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের রাঘব অমিতাভ দাস। এর আগে অমিতাভ অভিনয় করেছেন ‘আমি সিরাজের বেগম’-এ মোহনলালের চরিত্রে।
স্ত্রী সায়ন্তনী নাথ ছাড়াও অভিনেতার সঙ্গে সপরিবার ছিলেন ‘রাণী রাসমণি’-র পরিচালক রূপক দে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ্তা সেন। তাঁদের প্রেম নিয়ে কম গুঞ্জন হয়নি টলিপাড়ায়। কিন্তু তাঁরা কান দেন নি মোটেই। চিরকাল নিজেদের ‘ঘনিষ্ঠ বন্ধু’-র তকমা দিয়ে গিয়েছেন। এ বছর পুজোয় যুগলে ঘুরে এলেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর পাহাড়।
এই প্রথম বার নিজেদের একত্রে ছুটি উদ্যাপন নিয়ে এতটা প্রকাশ্য ও অকপট দু’ জনে। একসঙ্গে সাইকেলও চালাতে দেখা গেল তাঁদের। সাইকেল সফরের একটি ছোট্ট অংশের ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিয়েছেন রাহুল। তার সঙ্গে গান নির্বাচনে অবশ্য সতর্ক রাহুল। প্রেমের গান নয়, সাইকেল চালানোর ভিডিয়োর সঙ্গে বাজছে ‘শোলে’ ছবির অমর গান ‘ইয়ে দোস্তি হাম নহি তোড়েঙ্গে।’
টলিউডের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত যুগল নিঃসন্দেহে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। যশরতের প্রেমে সরগরম নেটদুনিয়া থেকে টলিপাড়া। এই পুজোয় যুগল বেরিয়ে এলেন ভূস্বর্গে।
এক ঢিলেই অব্যর্থ নিশানায় মারলেন দুই পাখি। কাশ্মীরে এনা সাহার প্রযোজনায় আগামী ছবি ‘চিনে বাদাম’-এর শ্যুটিং নয়, নুসরতের সঙ্গে এনার পরের ছবির গানের শ্যুট সেরে এলেন যশরত।