‘সেরা সর্বজনীন’-এর লড়াইয়ে প্রথম বড়িশা ক্লাব। আনন্দে মাতোয়ারা ক্লাব সদস্যেরা।
মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গা পূজা কমিটি স্বীকৃতি পেল সামাজিক কাজের জন্য।
দমদম পার্ক তরুণ সঙ্ঘের মুকুটে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের পালক।
চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব হল দ্বিতীয় রানার আপ।
প্রথম রানার আপের শিরোপা রাজডাঙা নব উদয় সঙ্ঘের।
‘কম বাজেটে নজরকাড়া’ পুজোর পুরস্কার শোভাবাজার বড়তলা সর্বজনীনকে।
সুরুচি সঙ্ঘের মুকুটে সেরা প্রতিমার পালক।
কাঁকুড়গাছি যুবক বৃন্দ পুরস্কার পেল মণ্ডপের সামগ্রিক নিরাপত্তার জন্য।
মাস্টারদা স্মৃতি সঙ্ঘের ঝুলিতে ‘ডিজিটালি বাজিমাত’-এর খেতাব।
নর্থ ত্রিধারা স্বীকৃতি পেল সেরা পরিবেশ-বান্ধব পুজোর।
আবাসনের পুজোয় সেরা ইউনিওয়ার্ল্ড সিটি কালচারাল অ্যাসোসিয়েশন। উল্লাসে মাতলেন সদস্যরা।
দ্বিতীয় পুরস্কার নিয়ে গেল টলি গার্ডেন আবাসিক কল্যাণ সমিতি।
তৃতীয় স্থানে এস্টার গার্ডেন কমপ্লেক্স। উচ্ছ্বাসে ভাসলেন আবাসিকরা।
আবাসনের পুজোর সেরা দশে জায়গা করে নিয়েছে সিদ্ধা হ্যাপিভিল।
তিরুপতি প্যারাডাইস ছিনিয়ে নিল সেরা প্রতিমার খেতাব।
স্বল্প বাজেটেও নজর কাড়া ম্যাগনোলিয়া স্কাই ভিউ। মিলল তারই স্বীকৃতি।
ডায়মন্ড সিটি দক্ষিণ পেল সেরা পরিবেশ-বান্ধব পুজোর তকমা।
সিলভার ওক এস্টেট-এর ঝুলিতে মণ্ডপের সামগ্রিক নিরাপত্তার পুরস্কার।
সাউথ সিটি গার্ডেন জিতে নিল স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।
‘ডিজিটালি বাজিমাত’ করেছে দেভালোক দে কাসা। এল পুরস্কারও।