Durga Puja 2020

ইউভানের সঙ্গে এই প্রথম মায়ের পায়ে অঞ্জলি: শুভশ্রী

ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বাবু সেজে সোশ্যাল মিডিয়ায় হাজির পুচকে ইউভান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৪:০৭
Share:
০১ ০৮

ছোট্ট ইউভানের প্রথম পুজো বলে কথা। তা কি আর এমনি এমনি কাটতে দেওয়া যায়? তাই সদ্যোজাত ছেলেকে নিয়েই পুজোর আনন্দে মাতলেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী। আর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই খুশির ঝলক।

০২ ০৮

“সব রকম সাবধানতা মেনেই আমার সবাই ইউভানের মাসির বাড়িতে। ঋষি দাদার হাত ধরে বাড়িতে এই প্রথম বার দুর্গাপুজো। আমাদের ছোট্ট ইউভানকে সাথে নিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছি,” – নেটিজেনদের জানিয়েছেন গ্ল্যাম-মম।

Advertisement
০৩ ০৮

ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বাবু সেজে সোশ্যাল মিডিয়ায় হাজির পুচকে ইউভান। এ ছবি যে ভাইরাল, তা কি আর বলতে হবে?

০৪ ০৮

ছেলে ঘুরছে কোলে কোলে। তারই ফাঁকে নিজেদের জন্যও একটুখানি আলাদা সময় খুঁজে নিলেন সদ্য মা-বাবা হওয়া রাজ-শুভশ্রী।

০৫ ০৮

বাবার হাতে ছোট্ট হাতের মুঠো। জীবনভরের ভরসার সম্পর্ক বাঁধা পড়ে গেল এখান থেকেই।

০৬ ০৮

মাসির বাড়ির পুজোয় মধ্যমণি খুদে ইউভানই। এমনকি সুন্দরী নায়িকা মা-ও তার স্টারডমের পাশে ফিকে।

০৭ ০৮

এতটুকু ছেলে, তার কতটুকু হাত-পা- দেখে দেখে যেন আশ মেটে না গর্বিত পিতা রাজ চক্রবর্তীর।

০৮ ০৮

দিনের শেষে ঘুমের দেশে খুদে ইউভান। মা-বাবাকে দশ গোল দিয়ে নেট দুনিয়ায় নিজেই এখন বড়সড় স্টার! তথ্য সহায়তাঃ স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement