Durga Puja 2020

ডিপ কাট ব্লাউজ, ক্লিভেজের পেলব ইশারায় লাল-কালো দুর্গা শাড়িতে মোহময়ী অনুরাধা

একঘেয়ে শাড়ি নয়। দুগ্গা আঁকা ব্লাউজের পাশ থেকে আঁচল ফেলে সাহসী হলেন অনুরাধা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৭
Share:
০১ ১০

২০১৪-র ফেব্রুয়ারিতে প্রথম মুম্বই গিয়েছিলেন তিনি। অনুরাধা মুখোপাধ্যায়। ওই বছরেরই ডিসেম্বর থেকে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন সেখানে। প্রথম ছবি মরাঠিতে, ‘জানিবা’। মহেশ মঞ্জরেকরের ছেলে সত্য মঞ্জরেকরের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন। তার পর ২০১৬-তে হিন্দি ছবি ‘ডেজ অব অক্টোবর’।

০২ ১০

২০২০-র দুর্গাপুজোয় আসছে হইচই সিরিজে তাঁর ‘একেনবাবু’ আর ‘তানসেনের তানপুরা ২’ সিরিজ। ছবি ছাড়া এ বারের পুজো নিয়ে বিশেষ প্ল্যান নেই তাঁর। শুধু সল্টলেকে এক বন্ধুর বাড়ি পুজোর চারটে দিন কাটাবেন বলে ঠিক করেছেন অনুরাধা।

Advertisement
০৩ ১০

স্টাইলিস্ট পৌলমীর পরামর্শে তাই নীলাম্বরী নি লেনথ ডিপ কাট ফ্রক বেছে নিলেন আনন্দবাজার ডিজিটালের পুজো শুটের জন্য। কানে নীল পাথরের রূপোর ঝোলা  দুল। টপ নট চুলে মেলে ধরলেন নিজেকে।

০৪ ১০

সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক। বিষয় ইতিহাস। আর্কিয়োলজিস্ট হতে চেয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলেনি। ফলে স্নাতকোত্তরের প্রথম বছর শেষ হতেই মুম্বই পাড়ি দেন। লক্ষ্য অভিনয়। সে লক্ষ্যে তিনি সফল। তিনি, অর্থাত্ অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

০৫ ১০

শিলাদিত্য মৌলিকের ‘সোয়েটার’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ। সপ্তমীর সকালের আড্ডার জন্য সাদা কটনের সূক্ষ্ণ চেকসের পোশাক বেছে নিলেন অনুরাধা। শুটের মাঝেই বললেন, পুজোর দিন বা কাজের দিন খাওয়ার উপর বিশেষ নজরদারি করতে হয় না তাঁকে। মজা করে বললেন, ‘‘তবে দুর্গাপুজোয় রোল, ফুচকার সঙ্গে রাস্তার বিরিয়ানি না খেলে কলকাতার পুজো মনেই হয় না।’’

০৬ ১০

বিরিয়ানি খাওয়ার মতো পুজোয় প্রেমে পড়েছেন অনেক! প্রেম নিয়ে উচ্ছ্বসিত অনুরাধা বললেন, ‘‘প্রেম স্কুল থেকে ছিল আমার। আমি খুব পাকা এ সব ব্যাপারে। পুজোয় প্রথম প্রেম হয়। আমার ফার্স্ট বয়ফ্রেন্ড অ্যাক্টর হওয়ার ক্ষেত্রে আপত্তি জানায়। সে জন্য ব্রেকআপ হয়ে যায়। আর  পুজোয় তো একটা করে প্রেম হয়। কিন্তু স্টে করে না। পুজোর প্রেম এ রকমই হয়। আসলে পুজো মানেই তো গ্যাদারিং। বাইরে থেকে অনেকে আসে। বন্ধুর বন্ধু, বা বন্ধুর দাদা...!’’

০৭ ১০

কালীর পুজো করেন। কালীভক্ত মানেই যে তিনি কালাজাদুও জানেন এমনটা নয়— গত কয়েক দিন ধরে চলা বাঙালি মেয়েদের প্রতি কদর্য মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছিলেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। আর এর পর ট্রোলিং-এর শিকার হতে হয়েছিল স্পষ্টভাষী অনুরাধাকে। সে ঝড় পেরিয়ে এসেছেন তিনি।

০৮ ১০

সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প ‘ভয়’-কে ভিত্তি করে তৈরি হচ্ছে ইন্দ্রাশিস আচার্যর নতুন ছবি ‘মায়াভয়’। অনুরাধা এ ছবির নায়িকা।

০৯ ১০

বন্ধুদের সন্ধে আড্ডায় অনুরাধার পছন্দ শাড়ি আর রূপোর গয়না। একঘেয়ে শাড়ি নয়। দুগ্গা আঁকা ব্লাউজের পাশ থেকে আঁচল ফেলে সাহসী হলেন তিনি বললেন ‘‘এসথেটিক্যালি শুট করতে আপত্তি নেই আমার। সেখানে যদি শরীর মেলে ধরার প্রসঙ্গ আসে তাতে অভিনেত্রী হিসেবে আমি কতটা স্বচ্ছন্দ বোধ করি সেটাও তো বুঝতে হবে।’’

১০ ১০

ডিপ কাট ব্লাউজে, ক্লিভেজের পেলব ইশারায় লাল-কালো দুর্গা শাড়িতে মোহময়ী হয়ে উঠলেন অনুরাধা। দু'টি ড্রেস: ভ্রমরা ডিজাইন এন্ড কো এবং ফানুস বাই রোজা, শাড়ি ও ব্লাউজ: পরমা, গহনা: আর্থামেন্টস্, স্টাইলিস্ট: পৌলমী গুপ্তা, ছবি: শুভেন্দু চাকী, শুটিং কোঅর্ডিনেটোর: স্রবন্তী বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement