বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। এই পুজো আমাদের জীবনে নিয়ে আসে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ। তবে পুজোয় যদি জীবনে বিপদ ডেকে আনতে না চান, তা হলে পুজো শুরু হওয়ার আগে অর্থাৎ ষষ্ঠীর পুজো শুরু হওয়ার আগে বাড়ি থেকে ফেলে দিন এই জিনিসগুলো। দেখে নেওয়া যাক কী কী জিনিস বর্জন করতে হবে।
খারাপ বা বন্ধ ঘড়ি: বন্ধ বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখা যাবে না। এতে পজিটিভ শক্তি কমে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া খারাপ বা বন্ধ ঘড়ি খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তাই বন্ধ ঘড়ি পাল্টে নতুন ঘড়ি বাড়িতে আনুন।
ভাঙা বাসন: বাড়িতে যদি জমানো ভাঙা থালা বাসন থাকে, তা হলে পুজোর আগে সে সব ঘর থেকে একেবারে বিদায় করুন। মনে করা হয়, এর ফলে আয়ু ক্ষয় হয় এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। ভাঙা বাসনে খাওয়া শাস্ত্র বিরুদ্ধ।
মাকড়সার জাল: এটি যে শুধু ঘর নোংরা করে তা-ই নয়, সঙ্গে আপনার দুর্ভাগ্যকেও বহন করে। তাই মায়ের আগমনের আগে ঘর থেকে মাকড়সার জাল সরিয়ে ফেলুন।
পুরনো পাপোষ: পুরনো কার্পেট বা পুরনো পাপোষ পুজো আসার আগে বদলে ফেলতে হবে। এই ধরনের বহু পুরনো জিনিস দীর্ঘ দিন ব্যবহার করলে তার মধ্যে থেকে নেগেটিভ শক্তি নির্গত হয়।
ভাঙা কাচ বা আয়না: বাড়িতে ভাঙা কাচ বা আয়না অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। এটি আপনার অমঙ্গল সাধন করতে পারে। শীঘ্র ফেলে দিন।
ভয়ঙ্কর ছবি: বাড়িতে যদি কোনও ভয়ানক ছবি টাঙানো থাকে, তবে তা এখনই সরিয়ে ফেলুন। এটি বাড়ির সুখ শান্তি ভঙ্গ করে।
মায়ের আগমনের আগে এই সব জিনিস ফেলে দিলে দেখবেন সকল বিপদ সরে গিয়ে জীবন কত মসৃণ হয়ে উঠেছে।