পুজোর শুট করতে করতে গলা ভেঙে গিয়েছে অভিনেত্রী পূজারিণী ঘোষের। এখন গলার যত্ন চলছে পুজোর হইচই আর আড্ডার জন্য। পুজো পরিক্রমা, বিভিন্ন প্যান্ডেলের সঙ্গে টাই-আপ এ সব তো আছেই।
সদ্য ভাইয়ের বিয়ে ছিল। তাই প্রচুর শাড়ি কেনা হয়ে গিয়েছে তাঁর। পুজোয় শাড়িই পছন্দ করেন। তবে শুটের ক্ষেত্রে ওয়েস্টার্নেই স্বচ্ছন্দ বেশি। এ বার পুজোটা একটু স্পেশাল বলতে পারেন। কেন?
এ বছর তাঁর দিদিরা আসছে। সবচেয়ে মজা ওঁদের জন্যই। ছোটবেলার মতোই সারা রাত ঠাকুর দেখবেন। এটা ইদানীং খুব মিস করেন। এ বছর সেই ছোটবেলা, রাত জাগা সব ফিরে পাবেন বলে বেশ উত্তেজিত।
তবে পুজোয় নো ডায়েট। তাঁর মতে, পুজোয় ভাল পোশাকের মতো ভাল ভাল খাবার। না খেয়ে থাকা যায় নাকি? তবে কাজের চিন্তাও থাকবে। লক্ষ্মীপুজোর পরেই 'রাইফেল' এর ডাবিং শুরু হবে।
সদ্য হিন্দি ছবির কাজ শেষ করলেন। সেই ছবিরও ডাবিং শুরু হবে। পুজোর পরেই ব্যস্ততা বাড়বে। কৌশিক করের সঙ্গে ছবি করছেন এ বার 'কালো বউ'। তার কাজও শুরু হবে।
আর একটা ছবি আসছে 'সাগরলীনা'। পরের বছর প্রথম দিকেই আসছে অভয় দেওলের সঙ্গে হিন্দি ছবি ‘জে এল ফিফটি’ এবং ওয়েব সিরিজ ‘ফোর প্লে’ ।
শাহরুখ খানের সঙ্গে বিজ্ঞাপনেও কাজ করেছেন পূজারিনী। এই বিজ্ঞাপনেই এক অদ্ভুত অভিজ্ঞতা হয় তাঁর। ভাগ করলেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে।
ধুনুচি নাচের দৃশ্য চলছিল। হঠাৎ থেমে গেল মিউজিক। টেকনিক্যাল টিমের একটি ছেলে হঠাৎ দৌড়ে এসে তাঁকে জিজ্ঞাসা করল, ‘ম্যাডাম, আর ইউ ম্যারেড?’ কিছুটা অবাক হয়ে পূজারিনী বললেন, ‘‘না।’’
ছেলেটা দৌড়ে গিয়ে পরিচালককে কিছু বলতেই শট স্টার্ট হল। শেষে পরিচালক নিজে পূজারিণীকে জানালেন, তাঁর মুখটা পছন্দ হয়েছে, আরও ব্যবহার করতে চান!
পূজারিণী বলেন, এর সঙ্গে তিনি বিবাহিত না অবিবাহিত, তার সম্পর্ক কী! পরিচালক বলেন, ছেলেটির ভুল হয়েছে। পূজারিনী যেন পরের দিন তাঁর অফিসে দেখা করেন! যদিও সেখানে আর যাননি পূজারিনী।