দুর্গাপূজাকে নবরাত্র ব্রত বলা হয়। নবরাত্র ব্রত ৯ দিন উপবাস করে দুর্গাপূজার অনুষ্ঠান। শরৎকালে আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে শুক্লা নবমী পর্যন্ত ৯ দিন ধরে নবরাত্র ব্রত পালন করা হয়। এই ৯ দিন দেবী দুর্গাকে নয়টি বিশেষ রূপে আরাধনা করা হয়।
দেবীর এই নয়টি রূপ ‘নবদুর্গা’ বলে প্রসিদ্ধ। নবদুর্গা হলেন- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্ট, কুস্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়ণী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। জেনে নেওয়া যাক এই ৯টি দিনের গুরুত্ব।
প্রতিপদ মহালয়ার পরে প্রতিপদে দেবী দুর্গা হিমালয়ের কন্যা শৈলপুত্রীর রূপ নেন। শক্তির আর একটি রূপ এটি।
দ্বিতীয়ায় দেবী হন 'ব্রহ্মচারিণী'। পার্বতীর নানা রূপের মধ্যে একটি হল এই রূপ।
তৃতীয়ায় মা দুর্গা চন্দ্রঘণ্টরূপী হন। সাহসী ও সৌন্দর্যের প্রতীক এই রূপ।
চতুর্থীতে কুশমুণ্ডের রূপ নেন দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী, দেবী এই রূপে সারা বিশ্বের সৃষ্টি করেন।
পঞ্চমী পঞ্চম দিনে স্কন্ধমালার রূপ নেন মা দুর্গা।
ষষ্ঠীতে দেবী কাত্যায়ণী রূপে পূজিত হন। এই রূপটিতে রয়েছে চারটি হাত ও ত্রিনয়ন। দেবীর বাহন হল সিংহ।
নবরাত্রির সপ্তম দিনটিতে দেবী হন কালরাত্রি। এই দিনে ভক্তদের সাহস ও উৎসাহ প্রদান করেন মা।
অষ্টমীতে দেবী হন মহাগৌরী। দেবীর এই রূপটি সবচেয়ে সুন্দর।
নবমীতে দেবী হন সিদ্ধিদাত্রী। অষ্টসিদ্ধিতে বেষ্টিত থাকেন দেবী।