সপ্তমীতে স্বল্পসাজেই সুন্দরী তারকারা। কারও পরনে সাবেকের ছোঁয়া, তো কেউ বেছে নিলেন ইন্দো ওয়েস্টার্ন ঘরানাকে। পরিবার পরিজনদের সঙ্গে পুজোর এই দিন কেমন কাটল অভিনেত্রীদের? কী সাজলেন, কেমন ঘুরলেন তাঁরা? রইল সবটাই।
এ বছর মল্লিক বাড়ির একশো বছরের দুর্গাপুজো। তবে মায়ের পুজো হলেও উৎসবের জৌলুস এ বছর যে থাকবে না, তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। সপ্তমীর দিন একেবারে ছিমছাম সাজেই ধরা দিলেন কোয়েল মল্লিক।
দুই সন্তানকে নিয়ে এ বার জমজমাট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুর্গাপুজো। সপ্তমীতেও ইউভান, ইয়ালিনিকে সঙ্গে রাজের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী।
স্বল্পসাজে বরাবরই অপরূপা অভিনেত্রী পায়েল দে। অভিনেত্রীর সপ্তমীর ছবি থেকেও যেন চোখ ফেরানো দায়। আটপৌরে করে পরা শাড়ির সঙ্গে হালকা সাজেই নজর কাড়লেন তিনি।
পরনে নীল রঙের অভিনব শাড়ি, কোমরে জড়ানো বেল্ট। সেখানে আবার সোনালি জরির কাজে উজ্জ্বল ভাবে লেখা 'বলো দুর্গা মাইকি জয়'! সেই সঙ্গে নজর কাড়ল শ্রেয়া ঘোষালের পরনের ব্লাউজও। পিঠে এবং হাতে আঁকা দুর্গা মায়ের ছবি। ছবি পোস্ট করে শারদীয়ার শুভেচ্ছা জানাতে ভুললেন না গায়িকা।
বিয়ের পর প্রথম পুজো সন্দীপ্তা সেনের। বর সৌম্য মুখোপাধ্যায়কে এক ফ্রেমে দেখা না গেলেও খোলা চুল, বাদামি রঙের শাড়ি এবং কালো স্লিভলেস ব্লাউজে একাই নজর কাড়লেন অভিনেত্রী।
লাল শাড়িতে অপরূপা অঙ্গনা রায়। পিঠ পর্যন্ত একঢাল খোলা চুল। হাতে বালা, কানে দুল এবং গলায় সোনালি নেকলেসের সঙ্গে পরিমিত সাজ, সপ্তমীর লুকে তৈরি অভিনেত্রী।
খোঁপায় জড়ানো ফুলের মালা। হাওয়ায় উড়ছে শাড়ির আঁচল। চওড়া পাড়ের লাল বেনারসিতে সপ্তমীর সাজে 'সম্পূর্ণ' সম্পূর্ণা লাহিড়ি।
সপ্তমীতে কালো শাড়িই বেছে নিলেন অভিনেত্রী তুহিনা দাস। গলায় নেকলেস, কানে ছোট্ট দুল এবং হাতে চুড়ি। স্বল্প সাজেই অপরূপা হয়ে উঠলেন নায়িকা।
সপ্তমীর সকাল মানেই সাবেক সাজই সঙ্গী! মনামী ঘোষের যেন প্রথম পছন্দ সেটাই। এ দিন চওড়া লাল পাড় এবং সাদা শাড়িতে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে ভারী সোনার গয়না।