Subhashree Ganguly Sindoor Khela

‘থাকবে মনে বিদায় বেলা!’ ছেলেকে সঙ্গে নিয়ে দেবীবরণ, সিঁদুরে রাঙলেন শুভশ্রী, সঙ্গী রাজ

পরনে আটপৌড়ে ঢঙে লাল পাড় সাদা শাড়ি, সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। প্রতিবছরের মতো এইবছরও নিজের আবাসনের পুজোয় সিঁদুর খেলতে আসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৫:৩৪
Share:
০১ ০৭

পরনে আটপৌড়ে ঢঙে লাল পাড় সাদা শাড়ি, সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। প্রতিবছরের মতো এইবছরও নিজের আবাসনের পুজোয় সিঁদুর খেলতে আসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গী রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভান।

০২ ০৭

আবাসনের অন্যান্য মহিলাদের সঙ্গেই লাইনে দাঁড়ান। তারপর মায়ের বরণ এবং সবশেষে সিঁদুর খেলা। এইভাবেই বিজয়ার সকালে সপরিবারে ধরা দিলেন অভিনেত্রী।

Advertisement
০৩ ০৭

বেলা গড়াতেই আবাসনের পুজোয় ছেলে এবং স্বামীকে নিয়ে সিঁদুর খেলতে নামেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে আটপৌড়ে ঢঙে লাল পাড় সাদা গরদে সাজেন তিনি। ছেলের পরনেও সাদা পাঞ্জাবি। অন্যদিকে প্রিন্টেড ডিজাইনের কুর্তাতে ঝলমলে রাজও।

০৪ ০৭

দেবীবরণের মুহূর্তে মায়ের সামনে দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়েই আবাসনের অন্যান্য মহিলাদের সঙ্গে গল্প-আড্ডায় মাতেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

০৫ ০৭

ছেলে ইউভানকে নিয়েই দেবীবরণ সারেন অভিনেত্রী। একদিকে এক মাকে বরণ করছেন শুভশ্রী, অন্যদিকে নিজের মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে ইউভান।

০৬ ০৭

মায়ের বুকে মাথা রেখে পরম সুখে চোখ বুজলেন তিনি। বিদায়বেলায় স্নেহ-যত্নে মিষ্টিমুখও করালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

০৭ ০৭

'বরণ শেষে সিঁদুরখেলা, থাকবে মনে বিদায় বেলা!' তবে শেষবেলায় বিষাদের সুর মেখেই বিজয়া উদযাপনে মাতলেন অভিনেত্রী। সিঁদুরে রাঙলেন এবং শুভেচ্ছা জানিয়েই উদযাপন করলেন মায়ের বিদায়ের মুহূর্ত। আনন্দ উৎসব ডেস্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement