প্রত্যেক বিখ্যাত মানুষেরই একটি ব্যক্তিজীবন থাকে। সেখানে আছেন তাঁর বাবা-মা, স্ত্রী, পরিবারের অন্যরা। আছে পুত্র-কন্যা।
বহির্জগতে তিনি যতই ঝলমলে, চাকচিক্যময় হন, এই অন্দরে তিনি আটপৌরে। একান্তই ঘরের জন।
এই যেমন শান্তনু মৈত্র। বেশ কয়েক দিন আগে পুজো নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার মা এখন নয়া দিল্লির চিত্তরঞ্জন পার্কের শিব মন্দিরের পুজোর হর্তাকর্তা। মা বলেন, ‘যেখানেই পুজোয় যাস না কেন, এক দিনের জন্য আমার সঙ্গে থাকবি। আর সেটা মহাষ্টমী।’ সেই নির্দেশ পালন করে চলেছি। এ বারেও যাব। পুজোর আয়োজন থেকে ভোগ প্রসাদ বিতরণ করা, সবেতেই থাকব। পুজোয় নতুন পোশাক পরে অঞ্জলি দেওয়াটাতে খুব আনন্দ পাই।"
আদতেই তিনি যে মায়ের বাধ্য সন্তান, তার ঝলক ছিল তাঁর সমাজ মাধ্যমের পাতায়।
যেখানে তিনি ভাগ করে নিয়েছিলেন সন্ধিপুজোর সময় চলতি বছর অষ্টমীর দিনে তিনি দিল্লির চিত্তরঞ্জন পার্কে গিয়ে যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর মা-ও, দু'জনের হাসিমুখের ছবি ছড়িয়ে পড়েছিল অনুরাগীদের মধ্যে।
ভাল থাকুন শান্তনু।
মা-পুত্রের এমন নৈকট্য দেখতে পাওয়া বড় মধুর!
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।