সীমান্ত জুড়ে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব
গোটা দেশ মেতে উঠেছে ভ্রাতৃদিত্বীয়ার মেজাজে। বোনেদের হতে ভাইদের কপালে উঠছে ফোঁটা। তবে যাঁরা সীমান্তে দাঁড়িয়ে থেকে গোটা দেশকে সারা বছর রক্ষা করেন, তাঁদের কাছে উৎসবের দিনগুলিও কাটে একইরকম ভাবে - নিজেদের পরিবার পরিজনদের থেকে দূরে, কাজের মধ্যে, বাকি বাহিনীর সঙ্গে একাকীত্বে। ভ্রাতৃদিত্বীয়ার সেই উৎসবের মরশুমে সীমান্তে থাকা জওয়ানদের ফোঁটা দেওয়ার উদ্যোগ নিলেন কোচবিহার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা।
সীমান্ত জুড়ে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব
ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছে জওয়ানদের ফোঁটা দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখও করালেন মালতী। বুধবার সকাল থেকে উপবাস করে ৬২ নম্বর ব্যাটেলিয়নের সেনাদের ফোঁটা দেন তিনি। তাঁর হাত ধরেই বুধবার সীমান্তে জওয়ানরা মেতে ওঠেন উৎসবের মেজাজে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।