Durga Puja Outside Kolkata

মালিগাঁওতে আগাগোড়া বাঙালিয়ানার ছোঁয়া

এ পুজোর বিশেষ একটা লক্ষ্য, তিন দিনের দরিদ্রনারায়ণ সেবা, দুপুর থেকে রাত।

Advertisement

সোমা দত্ত

মালিগাঁও কালীবাড়ি, গুয়াহাটি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১০:৩০
Share:

মালিগাঁওয়ের পুজো।

এ বার ৬৮তম৷ নিষ্ঠাভরে মার চার দিন পুজো হয়। পঞ্চমীতে আবাহন হয়েছে৷ কাল, অষ্টমীতে হবে কুমারী পুজো৷ আর তিন দিন ধরেই চলছে চণ্ডীপাঠ৷ বিজয়ায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মন্দিরের মায়ের কালীপুজো৷

Advertisement

এ পুজোর বিশেষ একটা লক্ষ্য, তিন দিনের দরিদ্রনারায়ণ সেবা, দুপুর থেকে রাত। অকাতরে ভক্তদের আনাগোনা জাতিধর্ম নির্বিশেষে। চলে কচিকাঁচাদের নিয়ে নানা ধরনের প্রতিযোগিতা৷ পুরস্কার বিতরণও হয় মনোজ্ঞ পরিবেশে।

তিন প্রজন্ম ধরে এই মালিগাঁও কালীবাড়ির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা এ পুজোর মূল অবলম্বন৷

Advertisement

আরও পড়ুন: ফাইবার-রূপেই সংস্থিতা​

মা কামাক্ষ্যা মন্দিরের নীচে এই মন্দিরের পুজোয় আগাগোড়া বাঙালিয়ানার ছোঁয়া৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement