Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

জিতলেই চালু বন্ধ কারখানা, শাহি-আশ্বাস

দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি) বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে মাসের পর মাস নানা শ্রমিক সংগঠন একযোগে আন্দোলন করেছিল।

দুর্গাপুরের তিলক ময়দানের সভায় অমিত শাহ।

দুর্গাপুরের তিলক ময়দানের সভায় অমিত শাহ। ছবি: বিকাশ মশান ।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ০৮:৪৬
Share: Save:

বিজেপি প্রার্থীকে জেতালে দুর্গাপুরে বন্ধ পড়ে থাকা সব রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর কাজ করবে কেন্দ্র— বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করতে এসে বড় আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে, এই শিল্পশহরে তৃণমূল অরাজক পরিস্থিতি তৈরি করেছে বলেও অভিযোগ করলেন তিনি। শাহের এমন মন্তব্যের পাল্টা সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেছে সিপিএম-ও।

এ দিন শহরের ডিএসপি টাউনশিপের তিলক ময়দানে বিজেপির সভা ছিল। কৃষ্ণনগরে রোড-শো সেরে সেখানে যোগ দেন অমিত। সেখানেই তিনি বলেন, ‘‘দুর্গাপুর শিল্পশহর ছিল। কিন্তু মমতাদিদির গুন্ডারা এখানে অরাজক বাতাবরণ তৈরি করেছে।’’ এর পরেই তিনি বলেন, ‘‘দিলীপদাকে (দিলীপ ঘোষ) জিতিয়ে দিন, দুর্গাপুরে বন্ধ পড়ে থাকা সব উদ্যোগ চালুর কাজ বিজেপি করবে।’’ দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি) বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে মাসের পর মাস নানা শ্রমিক সংগঠন একযোগে আন্দোলন করেছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে বাধ্য হয় কেন্দ্র, এমনই দাবি দুর্গাপুরের সব শ্রমিক সংগঠনের। অমিত যদিও বিলগ্নিকরণের সিদ্ধান্তকে এ দিন গুজব বলে দাবি করেন। তিনি বলেন, ‘‘এই স্টিল প্লান্ট নিয়ে গুজব রটায়, এটা বন্ধ করে দেবে। আজ আমি বলছি, এই স্টিল প্লান্ট এবং ইউরিয়া প্লান্ট (বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানা), দু’জায়গাতেই নতুন বিনিয়োগ করে সম্প্রসারণের কাজ মোদীজি করবেন।’’ প্রসঙ্গত, ডিএসপিতে প্রায় ৩৮ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্প্রসারণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এ দিন আইএনটিটিইউসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন শাহ। তিনি বলেন, ‘‘এখানে শ্রমিক সংগঠনে তৃণমূলের রাজ চলে। গরিব শ্রমিকদের থেকে তোলা তুলে ভাইপোকে পাঠায় তৃণমূলের গুন্ডারা।’’ দিলীপকে জেতালে তিনি এই গুন্ডাদের সোজা করে দেবেন বলেও দাবি শাহের। দিলীপের প্রশংসা করে অমিত বলেন, ‘‘যখন এই রাজ্যে দলের শ্রীবৃদ্ধি হয়েছে, তখন দিলীপদা রাজ্য সভাপতি ছিলেন।’’ মমতা গত বেশ কয়েক দিন দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচার করছেন। সে নিয়েও কটাক্ষ করেন শাহ। তিনি বলেন, ‘‘দিদি এখানে ১৫ দিন ধরে শিবির করে রয়েছেন, যাতে দুর্গাপুরে বিজেপিকে হারানো যায়। দিদিকে চ্যালেঞ্জ করছি, ১৫ দিন ছাড়ুন, ৫ বছর এখানে থাকলেও দুর্গাপুরে জিততে পারবেন না। এই শিল্পশহরে দিদি একটা নতুন শিল্প চালু করেছেন, অপরাধের।’’

শাহের সভার পরেই বিকেলে দুর্গাপুরের গ্যামন ব্রিজ লাগোয়া ময়দানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আয়োজিত সভায় যোগ দিয়ে মমতার পাল্টা তোপ, ‘‘সব শিল্প খুলে দেবে? দার্জিলিং-জলপাইগুড়িতে যখন ভোট ছিল, প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন, বিজেপিকে ভোট দাও, আমরা পাঁচটা চা বাগান খুলে দেব। আজ পর্যন্ত খোলেনি। কখনও খোলে না। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, ভাবতে পারেন!’’

সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের দাবি, ‘‘ভোটের মুখে রামনাম! রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ করে পুঁজিপতি, কর্পোরেটদের পুষ্ট করা এদের ঘোষিত নীতি। এদের হাতেই বন্ধ হয়েছে দুর্গাপুরের এমএএমসি, বিওজিএল, সার কারখানা, হিন্দুস্তান কেব্‌লস এবং ৩৬টি খনি। ভোটের মুখে একমাত্র বামেরাই এ নিয়ে সরব। তাই ভয় পেয়ে মোদী-শাহকে এর জবাব দিতে জনসভা করতে হচ্ছে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Asansol BJP Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE