Advertisement
Back to
Presents
Associate Partners
ISF leader joins TMC

নওশাদ শিবিরে ভাঙন ধরালেন শওকত! ভোটের আগে ভাঙড়ে তৃণমূলে যোগ আইএসএফ নেতার

রবিবার ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে একটি কর্মিসভায় শওকতের হাত ধরে তৃণমূলে যোগ দেন আইএসএফ নেতা আইজেল মোল্লা।

(বাঁ দিকে) নওশাদ সিদ্দিকি এবং শওকত মোল্লা।

(বাঁ দিকে) নওশাদ সিদ্দিকি এবং শওকত মোল্লা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ভাঙড়  শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৩:৩৩
Share: Save:

যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে আইএসএফে ভাঙন। ভোটের আগে নওশাদ সিদ্দিকির দলের পঞ্চায়েত সদস্য যোগ দিলেন শাসক তৃণমূলে। তাঁর হাতে জোড়াফুলের পতাকা তুলে দিলেন ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা।

রবিবার ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে একটি কর্মিসভায় শওকতের হাত ধরে তৃণমূলে যোগ দেন আইএসএফ নেতা আইজেল মোল্লা। তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতি এলাকার চালতাবেড়িয়া অঞ্চলের ১৪৯ নম্বর বুথের সদস্য। তিনি পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন ৫৬৩ ভোটে। আইজেলের পাশাপাশি রবিবার পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের আইএসএফ নেতা সাদিক মোল্লার নেতৃত্বে আরও কয়েক জন দলীয় কর্মী তৃণমূলে যোগ দেন। যোগদানের পর আইজেল বলেন, ‘‘জেতার পর গত এক বছর ধরে কোনও কাজ করতে পারিনি। এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগ দিলাম।’’

শওকত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হওয়ার জন্য যাঁরা যোগ দিচ্ছেন, তাঁদের সম্মান দিতে হবে। সকলকে একত্রিত করে এলাকার সার্বিক উন্নয়ন করে যেতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISF TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE