ভিয়েতনাম থেকে সরছেন চিনা নাগরিকরা
সংবাদ সংস্থা • হ্যানয়
চিন-বিরোধী দাঙ্গার জেরে এ বার ভিয়েতনাম থেকে নিজেদের দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল বেজিং। সেই সঙ্গে দু’দেশের মধ্যে আলোচনার রাস্তাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চিন। গত সপ্তাহের ওই দাঙ্গায় দুই চিনা নাগরিকের মৃত্যু হয়েছিল। আহত প্রায় একশো। আহতদের মধ্যে আশঙ্কাজনক ১৬ জনকে রবিবার সকালেই নিজের দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিল চিন সরকার। পরে চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আরও তিন হাজার চিনা নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা। গোটা প্রক্রিয়াটার জন্য মোট পাঁচটি জাহাজ ভিয়েতনামে পাঠানো হবে বলে জানিয়েছে চিনের পরিবহণ মন্ত্রক। পাঠানো হচ্ছে বিশেষ বিমানও। গত কয়েক মাস ধরেই দক্ষিণ চিন সাগরে চিনের একটি তেলের রিগ পাঠানো নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েন চলছিল। গত সপ্তাহে সেই মনোমালিন্যই দাঙ্গার আকার নেয়। চিনা নাগরিকদের উপর হামলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি চিনা কারখানায় লুঠপাটও চালানো হয়।
মুখ খুললেন মহাতির
নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ ৩৭০ নিয়ে মুখ খুললেন প্রাক্তন মালয়েশীয় প্রধানমন্ত্রী মহাতির মহম্মদ। নিজের ব্লগে মহাতির লিখেছেন, “নিখোঁজ ওই বিমান নিয়ে শুধু মাত্র মালয়েশীয় বিমান সংস্থা বা মালয়েশীয় সরকারকে দায়ী করা উচিত হবে না। উল্টে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ আর বোয়িং সংস্থাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।” মহাতিরের বক্তব্য, আজকের দুনিয়ায় এত অত্যাধুনিক প্রযুক্তির একটি বোয়িং বিমান এ ভাবে মাসের পর মাস নিখোঁজ হয়ে থাকতে পারে না। একটি বিমান যখন আকাশে উড়েছিল, তখন তা কোনও না কোনও ভাবে নীচে নামতে বাধ্য। সেটা এ ভাবে হারিয়ে যেতে পারে না। মহাতিরের কথায়, “কেউ না কেউ কোনও তথ্য গোপন করছে। আর তাই এই বিমান রহস্যের সমাধান হচ্ছে না।”
জেলের মধ্যেই পণবন্দি
জেলের বন্দিদের একাংশের বিক্ষোভ। আর তার জেরে অন্য বন্দিদের পরিবারের লোকজনকে পণবন্দি বানাল কিছু বন্দি। উত্তর-পূর্ব ব্রাজিলের সেরগিপের ঘটনা। পুলিশ জানিয়েছে, শনিবার জেলের কয়েক জন বন্দি বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছিল। সেই সময় জেলের অন্য বন্দিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের বাড়ির লোকজন। এমনই মোট ১২২ জনকে পণবন্দি বানিয়েছে অভিযুক্ত বন্দিরা। তার আগে জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা দু’টি পুলিশ কুকুরকে মেরেও ফেলেছে তারা। জেল সূত্রে খবর, পণবন্দিদের ছাড়ানোর জন্য সরকার ওই বন্দিদের সঙ্গে আলোচনায় বসবে।
প্রয়াত বিজ্ঞানী
পরমাণু বিজ্ঞানী এন শ্রীনিবাসন রবিবার চেন্নাইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বয়স হয়েছিল ৮৪। কলপক্কমে ইন্দিরা গাঁধী পরমাণু গবেষণা কেন্দ্রের প্রথম ডিরেক্টর ছিলেন তিনি। ট্রম্বেতে প্লুটোনিয়াম চুল্লির অন্যতম রূপকার শ্রীনিবাসন পরবর্তী জীবনে ভারী জল উৎপাদনে দেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। ২০০০ সালে পদ্মভূষণ খেতাব পান তিনি।
পায়ে কোপ
গয়নার লোভে এক বৃদ্ধার পা কাটল দুষ্কৃতীরা। শনিবার ইনদওর থেকে কিছুটা দূরে বাগাডিয়ার জঙ্গলে ছাগল চরাতে নিয়ে যান কস্তুরী বাঈ। গায়ে ছিল রুপোর গয়না। জঙ্গলে ঢোকার পরই তাঁর হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে দেয় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। পুলিশের অনুমান, গয়না লুঠ করতেই ওই বৃদ্ধার পায়ে কোপ বসায় তারা।
নিলামে গিটার
প্রয়াত জর্জ হ্যারিসনের বাজানো গিটার। নিলামে তার দাম উঠল ছ’লক্ষ সাতান্ন হাজার ডলার। প্রত্যাশার থেকে অনেকটাই বেশি। শনিবার নিউ ইয়র্কে নিলামে উঠেছিল সেই গিটারটি। ১৯৬৩ সালে ব্রিটিশ টিভি শোয়ে সাদা-কালো রঙের ওই ইলেকট্রিক গিটারটি বাজিয়েছিলেন বিটলস-এর অন্যতম সদস্য হ্যারিসন। টিভি শো ছাড়াও ‘আই ওয়ান্ট টু হোল্ড ইওর হ্যান্ড’ আর ‘দিস বয়’ গান দু’টির রেকর্ডিংয়েও এই গিটারটি ব্যবহার করেছিলেন হ্যারিসন।
রেড কার্পেটে অভিনেত্রী মনিকা বেলুচ্চি। কানে। ছবি: রয়টার্স
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy