দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মিছিল কাবুলে। ছবি সৌজন্য টুইটার।
দেশের স্বাধীনতা দিবস পালনের সময় আফগান নাগরিকদের উপর গুলি চালাল তালিবান জঙ্গিরা। এই ঘটনায় নিহত হয়েছেন দুই আফগান নাগরিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের আসাদাবাদে।
সংবাদ সংস্থা আল জাজিরা-কে এক প্রত্যক্ষদর্শী জানান, দেশের ১০২তম স্বাধীনতা দিবস পালনে রাস্তায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করছিলেন আসাদাবাদের বাসিন্দারা। আচমকাই সেখানে হাজির হয় তালিবান জঙ্গিরা। তার পরই ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গুলিতে নিহত হন দু’জন। আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন।
দেশের স্বাধীনতা দিবস পালনে কাবুলের রাস্তাতেও জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন বহু মানুষ। তালিবানের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাঁরা। প্রতিবাদ বন্ধ করতে জোর করে সেখানে কার্ফু জারি করে দেয় তালিবান। জালালাবাদেও স্বাধীনতা দিবস পালনের সময় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান জঙ্গিরা। এই ঘটনায় এক কিশোর আহত হয়েছে।
Today, a large number of people are marching in front of the entrance of the Presidential Palace ARG in Kabul Jan, in which a large number of women and youth are participating, chanting slogans in favor of their country and national flag.#IndependenceDayAfghanistan pic.twitter.com/wTIoQ2N0Kc
— Ihtesham Afghan (@IhteshamAfghan) August 19, 2021
প্রতি বছর ১৯ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আফগানিস্তান। কিন্তু এ বছরের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন সে দেশে। আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চলই এখন তালিবানের দখলে। তাদের চোখরাঙানি উপেক্ষা করেই স্বাধীনতা দিবস পালন করতেই হামলার মুখে পড়তে হয়েছে আফগানবাসীদের।
এ প্রসঙ্গে তালিবানের যুক্তি, আফগানিস্তানের স্বাধীনতা দিবস ছিল, কিন্তু স্বাধীন ছিল না দেশ। তবে আমেরিকাকে ঘাড় ধরে বার করার পরই প্রকৃত অর্থে স্বাধীনতা পেল এই দেশ। তালিবানের এই ব্যাখ্যার প্রতিবাদ জানিয়েছেন আফগানদের একাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy