ছবি: রয়টার্স
মেক্সিকোয় মেট্রো রেলের সেতু ভেঙে পড়ে মৃত্যু হল ২০ জনের। ঘটনায় আহত আরও ৪৯ জন। রাস্তার উপর দিয়েই মেট্রো রেলের সেতুটি ছিল। সেটি হঠাৎই ভেঙে পড়ে ব্যস্ত রাস্তায়। সোমবার রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের।
ঘটনার সময়ের একটি ভিডিয়ো প্রকাশ করেছে স্থানীয় টিভি চ্যানেল। সেখানে দেখা গিয়েছে, মেট্রোর ওই সেতুর নীচে সার দিয়ে দাঁড় করানো রয়েছে গাড়ি। রাস্তায় ভিড় না হলেও মানুষ ও গাড়ির গতিবিধি রয়েছে। তখনই হঠাৎ ভেঙে পড়ে সেতুটি। চারিদিক ঢেকে যায় ধুলোয়।
From moments ago, the collapse of the elevated #Linea12 #MetroCDMX railway that crashed the subway. Many are blaming current Foreign Affairs Secretary, Marcelo Ebrard, who was Mayor of Mexico City when this line was built, with allegations of poor construction and money issues. pic.twitter.com/LkCl6gfKG6
— David Wolf (@DavidWolf777) May 4, 2021
অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে ভাঙা সেতু থেকে কম করে দু’টি রেলের কামরা ঝুলছে। রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। উল্লেখ্য, এই সেতু তৈরির সময়েই নানারকম অভিযোগ উঠেছিল। মেক্সিকো সিটির বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সে দেশের মন্ত্রী। ঘটনার পর শহরের মেয়র জানিয়েছেন, ট্রেন একেবারে দুমড়ে মুচড়ে যাওয়ায় উদ্ধার কাজে দেরি হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy