Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
South China Sea

দক্ষিণ চিন সাগরে আবার উত্তেজনা, চিনা নজরদারি জাহাজ ‘রুখতে’ সক্রিয় ইন্দোনেশিয়া

জাকার্তায় ইন্দোনেশিয়া নৌসেনার সদর দফতর সূত্রের খবর, দক্ষিণ চিন সাগরের দক্ষিণাংশে উত্তর নাতুনা সাগরে এই ঘটনা ঘটেছে। নানা খনিজ সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলকে দুই দেশই ‘নিজেদের’ বলে দাবি করে।

দক্ষিণ চিন সাগরে এ বার সংঘাতে চিন এবং ইন্দোনেশিয়া।

দক্ষিণ চিন সাগরে এ বার সংঘাতে চিন এবং ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
জাকার্তা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৯:১৪
Share: Save:

দক্ষিণ চিন সাগরে এ বার চিন বনাম ইন্দোনেশিয়া! চিনা উপকূলরক্ষী বাহিনীর গুপ্তচর জাহাজের গতিবিধির উপর নজর রাখতে এ বার সেখানে যুদ্ধজাহাজ মোতয়েন করল ইন্দোনেশিয়ার নৌসেনা।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান লাকসমনা মদিয়া মহম্মদ আলি শনিবার যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘‘চিনা উপকূলরক্ষী বাহিনীর জাহাজটি ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে ঢুকে পড়ায় আমরা সেটিকে পর্যবেক্ষণে রেখেছি।’’

জাকার্তায় নৌসেনা সদর দফতর সূত্রের খবর, দক্ষিণ চিন সাগরের দক্ষিণাংশে উত্তর নাতুনা সাগরে এই ঘটনা ঘটেছে। নানা খনিজ সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলকে দুই দেশই কিছু দিন ধরে ‘নিজেদের’ বলে দাবি করে আসছে। প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চিনের বিরোধ নতুন নয়। এর আগেও ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ করেছে চিন। তা নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশপাশে থাকা তাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়ার মতো দেশ।

অন্য বিষয়গুলি:

South China Sea China PLA Indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy