দক্ষিণ চিন সাগরে এ বার সংঘাতে চিন এবং ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত।
দক্ষিণ চিন সাগরে এ বার চিন বনাম ইন্দোনেশিয়া! চিনা উপকূলরক্ষী বাহিনীর গুপ্তচর জাহাজের গতিবিধির উপর নজর রাখতে এ বার সেখানে যুদ্ধজাহাজ মোতয়েন করল ইন্দোনেশিয়ার নৌসেনা।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান লাকসমনা মদিয়া মহম্মদ আলি শনিবার যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘‘চিনা উপকূলরক্ষী বাহিনীর জাহাজটি ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে ঢুকে পড়ায় আমরা সেটিকে পর্যবেক্ষণে রেখেছি।’’
জাকার্তায় নৌসেনা সদর দফতর সূত্রের খবর, দক্ষিণ চিন সাগরের দক্ষিণাংশে উত্তর নাতুনা সাগরে এই ঘটনা ঘটেছে। নানা খনিজ সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলকে দুই দেশই কিছু দিন ধরে ‘নিজেদের’ বলে দাবি করে আসছে। প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চিনের বিরোধ নতুন নয়। এর আগেও ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ করেছে চিন। তা নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশপাশে থাকা তাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়ার মতো দেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy