Advertisement
০৩ নভেম্বর ২০২৪
artist

হুইলচেয়ারে বসেই বিশ্বের সব চেয়ে বড় জিপিএস ম্যাপ! দুবাইয়ে নজির গড়লেন ভারতীয় শিল্পী

২০১৩ সালে একটি বাইক দুর্ঘটনার পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন সুজিত। এর পর থেকেই হুইলচেয়ার এবং জিপিএস ট্র্যাকার ব্যবহার করে ম্যাপ আঁকার দিকে মনোনিবেশ করেন তিনি।

Specially abled Artist from Kerala made World’s largest GPS drawing in Dubai.

পৃথিবীর বৃহত্তম এই জিপিএস ম্যাপ ৮.৭১ কিমি জুড়ে তৈরি। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৩:২৩
Share: Save:

হুইলচেয়ারে বসে পৃথিবীর সব থেকে বড় জিপিএস ম্যাপ এঁকে নজির গড়লেন এক প্রতিবন্ধী শিল্পী। কেরলের ওই শিল্পীর নাম সুজিত ভার্গিস। তবে ভারতে নয়, সুজিত নজির গড়েছেন দুবাইয়ের একটি রাস্তায় জিপিএস ম্যাপ এঁকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, পৃথিবীর বৃহত্তম এই জিপিএস ম্যাপ ৮.৭১ কিমি জুড়ে তৈরি এবং এটি সম্পূর্ণ হতে ২৪ ঘন্টারও বেশি সময় লেগেছে।

নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুজিতের ম্যাপ আঁকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন গিনেস কর্তৃপক্ষ। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি হুইলচেয়ারে বসে বুর্জ খলিফা থেকে দুবাই মল পর্যন্ত গিয়েছেন সুজিত। আর তাঁর চলা পথে তৈরি হয়েছে একটি ম্যাপ। সেই ম্যাপটি দেখতেও হুইলচেয়ারে বসা এক জন প্রতিবন্ধী মানুষের মতো। সুজিতকে এই নজির গড়তে সাহায্য করেন দুবাইয়ের পুলিশ এবং প্রশাসন।

২০১৩ সালে একটি বাইক দুর্ঘটনার পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন সুজিত। এর পর থেকেই হুইলচেয়ার এবং জিপিএস ট্র্যাকার ব্যবহার করে ম্যাপ আঁকার দিকে মনোনিবেশ করেন তিনি।

সবচেয়ে বড় জিপিএস ম্যাপ আঁকার কৃতিত্বের পর সুজিত জানান, কঠিন বাধা থাকা সত্ত্বেও তা অতিক্রম করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনো যায়। আর সেই বার্তা দিতেই এই নজির গড়েছেন তিনি।

অন্য বিষয়গুলি:

artist GPS System GPS Tracker Map
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE