ঘাটাল শহরে দেবের সমর্থনে মিছিল। —নিজস্ব চিত্র।
ভোট বড় বালাই। তাই রবিবার চৈত্রের চড়া রোদেও সকাল থেকে দুপুর প্রচারে ব্যস্ত রইলেন সব রাজনৈতিক দলের নেতৃত্ব। আবার কোথাও কোথাও সঙ্গী হলেন প্রার্থীরাও। বাড়ি বাড়ি প্রচার, কর্মিসভা, বাদ থাকল না কিছুই।
রবিবার সকাল থেকে আরামবাগ কেন্দ্রের বাম প্রার্থী শক্তিমোহন মালিককে সঙ্গে নিয়ে ক্ষীরপাই এলাকায় কর্মিসভা ও বাড়ি বাড়ি প্রচার করেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। অন্য দিকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আফরিন আলি অপরূপা পোদ্দারও ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে সঙ্গে নিয়ে ক্ষীরপাই ব্লকে প্রচার করেন। বিকেলে ফের চন্দ্রকোনার কৃষ্ণপুরে একটি জনসভা করেন তিনি। দীপকবাবুও আরামবাগ কেন্দ্রে প্রচার সেরে ঘাটাল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সন্তোষ রাণার সমর্থনে শহরের কৃষ্ণনগরে শিলাবতী নদীর পাড়ে কর্মিসভা করেন। এ দিন ঘাটাল ব্লকের মনসুকা, ইড়পালা, দেওয়ানচক-সহ বিভিন্ন পঞ্চায়েতের গ্রামে-গঞ্জে কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে বাড়ি-বাড়ি প্রচার ও কর্মীদের নিয়ে বৈঠক করেন। সোমবার সোনাখালি বাজার থেকে রোড শো করবেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। তাই ওই রোড শোয়ের প্রস্তুতি স্থানীয় দলীয় কর্মীরা কেমন করছেন-তা দেখতে সোনাখালিতে যান জগন্নাথ গোস্বামী-সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।
রবিবার দাসপুরে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে প্রায় দশ কিলোমিটার মিছিল করে তৃণমূল। তার জন্য সকাল থেকেই চলছিল প্রস্তুতি। রবিবার ঘাটালে বিজেপিও পাড়া বৈঠক করেন। রবিবার প্রচারে ব্যস্ত থাকলেন কাঁথি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কুনাল বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে রবিবার সকাল থেকে বাজকুল, ভীমেশ্বরী ও বিভীষণপুরে একাধিক পদযাত্রা ও নিবার্চনী সভা হয়। ভীমেশ্বরী বাজারে কুনাল বন্দ্যোপাধায়ের সমর্থনে একটি পদযাত্রাও হয়। তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে ভগবানপুর কমিউনিটি হলে রবিবার দুপুরে একটি নিবার্চনী সভা হয়। অন্য দিকে বিজেপি প্রার্থী কমলেন্দু পাহাড়ি রবিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পটাশপুরে এক রোড শো করেন। সিপিএম প্রার্থী তাপস সিংহ রবিবার ভগবানপুর-২ ব্লকের বিভিন্ন গ্রামে কর্মিসভা করা ছাড়াও বাড়ি বাড়ি প্রচার চালান।
পিছিয়ে নেই হলদিয়াও। এ দিন সকালে হলদিয়ার সুতাহাটা সুবর্ণজয়ন্তী তৃণমূল শিক্ষা সেলের উদ্যোগে এক সভায় যোগ দেন তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। এ দিন বিকেলে কোলাঘাট ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের কফলা গ্রামে, কোলা-২ গ্রাম পঞ্চায়েতের ছাতিন্দা গ্রামে ও দেড়িয়াচক গ্রামপঞ্চায়েতের জফুলি গ্রামে জনসভা করেন শুভেন্দুবাবু। তমলুক লোকসভার সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি এ দিন সকাল থেকে ময়না ব্লকের গোজিনা গ্রামপঞ্চায়েত এলাকার কলাগেছিয়া, বলভদ্রচক, কৃপানন্দপুর, মির্জানগর প্রভৃতি এলাকায় প্রচার চালান। কংগ্রেস প্রার্থী আনোয়ার আলি এ দিন সকালে নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়া বাজারে প্রচার চালান। বিকেলে নন্দকুমার ব্লকে ও তমলুকে কর্মিসভা করেন বিজেপি প্রার্থী বাদশা আলম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy