পিটিয়ে মারা সেই চিতাবাঘের দেহ। আলিপুরদুয়ারের চাপাতলিতে। মঙ্গলবার নারায়ণ দে-র তোলা ছবি।
মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপাতলি গ্রামের পাশে কাশবনে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। সেটিকে ঘিরে ফেলে মারতে উদ্যত হয় কয়েকশো গ্রামবাসী। চিতাবাঘটির আক্রমণে অন্তত ৪ জন জখম হন। এর পরে গ্রামবাসীরা সেটিকে পিটিয়ে মেরেই ক্ষান্ত হননি, লেজ কেটে, চোখ-নখ উপড়ে ছিন্নভিন্ন করা হয় দেহটি। ওই গ্রামের অদূরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। বক্সার ফিল্ড ডিরেক্টর উজ্জ্বল ঘোষ জানান, চাপাতলি গ্রামের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনও বলছেন, ‘‘ঘটনাটি দুঃখজনক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy