নিজস্ব চিত্র
রাজভবনে পৌঁছে গিয়েছিলেন ৪টের আগেই। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বৈঠক করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে বললেন, ‘‘বিধানসভা পরিচালনার যা নিয়ম আছে, তা নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে। দু’টি সাংবিধানিক প্রতিষ্ঠানের পদস্থদের মধ্যে যে আলোচনা হওয়ার কথা, তাই হয়েছে।’’
স্পিকার বেরিয়ে যাওয়ার পরেই শুক্রবারের বৈঠকের কথা টুইট করে জানালেন রাজ্যপালও। টুইটে স্পিকারের সঙ্গে দেখা হওয়া ও আলোচনার ছোট একটি ভিডিয়ো পোস্ট করে রাজ্যপাল লিখলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যপালের ডাকে রাজভবনে এসেছিলেন। দু’জনের মধ্যে একঘণ্টা ধরে নানাবিধ বিষয়ে আলোচনা হয়েছে। কী ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি একসঙ্গে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’
শুক্রবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল। সেখানে লেখেন, তাঁর উদ্যোগেই একটি সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হতে চলেছে রাজভবনে। বিকেল ৪টে নাগাদ রাজভবনে আসবেন বিধানসভার স্পিকার। হঠাৎ বিধানসভার স্পিকারের সঙ্গে কেন সাক্ষাৎ করছেন রাজ্যপাল, তা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়। এর আগে স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করে সরাসরি তাঁকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। অভিযোগ করেছিলেন, রাজ্যপাল পদের অবমাননা করেছেন স্পিকার। চিঠিতে বিধানসভার অধিবেশনের শুরুতে তাঁর ভাষণের সম্প্রচার বন্ধ করে দেওয়া নিয়েও লিখেছিলেন তিনি।
WBLA Speaker Shri Biman Banerjee called on Governor WB Shri Jagdeep Dhankhar at Raj Bhawan Kolkata today
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 23, 2021
The two deliberated for an hour traversing issues and emphasizing Constitutional institutions need to be in sync to subserve larger public interest. pic.twitter.com/cpICps50oG
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy