সরকারি কর্মসূচিতে যোগ দিতে আগামী সোমবার জলপাইগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি৷
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে রীতিমত সেজে উঠতে শুরু করেছে জলপাইগুড়ি শহর৷ আর্ট গ্যালারিকে ঠিক করার কাজ শুরু হয়ে গিয়েছে৷ ওখানেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করবেন৷ সাজা হচ্ছে পুর্ত দফতরের পরিদর্শন বাংলোকেও৷ সোমবার রাতে ওখানেই থাকার কথা মুখ্যমন্ত্রীর৷ রং করা হচ্ছে ডিভাইডার, সারানো হচ্ছে বাতিস্তম্ভের খারাপ হয়ে যাওয়া আলো।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়িকে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বলয় তো থাকছেই। জেলার বিভিন্ন থানার পুলিশকে সেদিন জলপাইগুড়িতে নিরাপত্তার দায়িত্বে নামান হবে৷ বাইরের জেলা থেকেও আসবেন প্রায় দুশো পুলিশ কর্মী৷
মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরকে ঘিরে রীতিমত উচ্ছ্বসিত জেলার তৃণমূল নেতারা৷ দলের জেলা সভাপতি তথা এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর কাছে রাজধানী ও জেলা শহরের মানুষের গুরুত্ব যে এক তা বারবার করে তার জেলায় ছুটে আসা থেকে প্রমাণিত৷ তাঁর জলপাইগুড়ি সফর নিয়ে আমরা খুবই খুশি৷’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy