পরীক্ষার মরসুমে মাঝ রাত পর্যন্ত তারস্বরে বক্স বাজিয়ে অনুষ্ঠান চলল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে৷ এই অভিযোগে কলেজের অ্যানুয়াল সোশ্যাল বন্ধ করে দিল পুলিশ।
জানা গিয়েছে, মাধমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে শনিবার ও রবিবার জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে অ্যানুয়াল সোশ্যালের দিন ঠিক হয়৷ শনিবার সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমে কলেজের পড়ুয়ারা বিভিন্ন অনুষ্ঠান করেন৷ তার পর মঞ্চে ওঠে অর্কেষ্ট্রা৷ তারস্বরে বক্স বাজিয়ে চলতে থাকে অনুষ্ঠান৷ পলিটেকনিক কলেজটি পাহাড়পুরের পাতকাটা কলোনি সংলগ্ন এলাকায় হলেও অনুষ্ঠানের শব্দ শহরের বিভিন্ন প্রান্তেই পাওয়া যায়৷ রাত একটারও পরে অনুষ্ঠান শেষ হয়৷ এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ অনেকেই৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মামনি সাহানি বলেন, ‘‘সামনে বড় পরীক্ষা৷ তার আগে পড়াশোনাই হল না৷ মাঝরাত পর্যন্ত জেগে ছিলাম৷’’
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কী ভাবে সম্ভব হল এমন অনুষ্ঠান? জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দিব্যেন্দু সামন্ত বলেন, ‘‘প্রশাসনের থেকে অনুমতি নিয়েই অনুষ্ঠান করেছি৷’’ কলেজের অধ্যক্ষ কৌস্তব দত্ত বলেন, ‘‘এই অনুষ্ঠান ছাত্র সংসদের ব্যাপার৷ তবে প্রশাসনের অনুমতি ছিল কিনা জানিনা৷’’ জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সীমা হালদার সাফ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মাইক্রোফোন ব্যবহারের অনুমতি প্রশাসন দেয় না৷ পুলিশ সুপার আগেই জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ পরে রাতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। রাত ন’টা নাগাদ অনুষ্ঠানে যান তৃণমূল সাংসদ বিজয় বর্মনও৷ তবে সাংসদের দাবি, ‘‘অনুষ্ঠানটি যে বিনা অনুমতিতে হয়েছে তা জানা
ছিল না৷ বেরিয়ে যাওয়ার সময় উদ্যোক্তাদের তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করতেও বলি৷’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy