Advertisement
০২ নভেম্বর ২০২৪
Leopard

Leopard: লাগাতার তাণ্ডবে অতিষ্ঠ,  ডুয়ার্সে জোড়া চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় ফিরল স্বস্তি

ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির ভিতরে। শনিবার সকালে শরীরচর্চা করার সময় সেনাকর্মীরা দেখতে পান খাঁচার ভিতরে আটকে পড়েছে একটি চিতাবাঘ।

বাঁ দিকে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, ডান গিকে সেনাছাউনিতে খাঁচাবন্দি চিতাবাঘ।

বাঁ দিকে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, ডান গিকে সেনাছাউনিতে খাঁচাবন্দি চিতাবাঘ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডুয়ার্স শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৩:৩১
Share: Save:

জোড়া চিতাবাঘ খাঁচাবন্দি হল ডুয়ার্সে। গত কয়েক দিন ধরে ওই চিতাবাঘ দু’টি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। সেগুলি ধরা পড়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রথম ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির ভিতরে। শনিবার সকালে শরীরচর্চা করার সময় সেনাকর্মীরা দেখতে পান, খাঁচার ভিতরে আটকে পড়েছে একটি চিতাবাঘ। সেটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বলে জানা গিয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চিতাবাঘ ধরা পড়া নিয়ে সেনাছাউনির তরফে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এমনটাই দাবি করেছে বন দফতর।

অন্য দিকে, ডুয়ার্সের নাংডালা চা বাগানেও খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ। চিতার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন চা বাগানের বাসিন্দারা। অবশেষে বন দফতর খাঁচা বসায় ওই এলাকায়। শনিবার গভীর রাতে সেই খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি।

আপাতত স্বস্তিতে চা-বলয়।

অন্য বিষয়গুলি:

Leopard Dooars Jungle Tea Garden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE