Advertisement
৩০ নভেম্বর ২০২৪
arrest

100 day's work: একশো দিনে দুর্নীতি, ধৃত প্রাক্তন প্রধান

২০১৮ সালে মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কয়েক জন পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে একশো দিনের কাজের প্রকল্পে টাকা তছরুপের অভিযোগ ওঠে।

ধৃত রামচন্দ্র সরকার। বুধবার কৃষ্ণনগর আদালত।

ধৃত রামচন্দ্র সরকার। বুধবার কৃষ্ণনগর আদালত। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নাকাশিপাড়া শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ০৬:৪২
Share: Save:

একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রায় তিন বছর পরে বিজেপি পরিচালিত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রামচন্দ্র সরকারকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ। বুধবার কৃষ্ণনগর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে - দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

নাকাশিপাড়া ব্লক অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালে মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কয়েক জন পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে একশো দিনের কাজের প্রকল্পে টাকা তছরুপের অভিযোগ ওঠে। তৎকালীন বিডিও সমর দত্ত তদন্ত করে প্রধান ছাড়াও তৎকালীন নির্মাণ সহায়ক, গ্রাম রোজগার সেবক, সহকারী গ্রাম রোজগার সেবক, এটিপি, ভিএলই, কাজের সুপারভাইজ়ার, এক রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের কর্মী-সহ মোট ২২ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রধান হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানান। তা খারিজ হতে মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

ব্লক অফিস সূত্রে আরও জানা যায়, ২০১৭-২০১৮ অর্থবর্ষে বিজেপি পরিচালিত মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ হয়েছিল। তার টাকা উপভোক্তাদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তা অভিযুক্তেরা আত্মসাৎ করে বলে অভিযোগ। তৎকালীন বিডিও তদন্ত করে জানতে পারেন, ওই উপভোক্তাদের একটি করে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তাঁদের নথিপত্র ব‍্যবহার করে আরও একটি করে ব‍্যাঙ্ক একাউন্ট খোলা হয়। সেই সব অ্যাকাউন্ট ব্যবহার করে অভিযুক্তেরা উপভোক্তাদের মজুরির টাকা তুলে নেয়, যার পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।

বিজেপি অবশ্য এর মধ্যে রাজনীতি দেখছে। দলের রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের দাবি, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে তৃণমূল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই সময়ে বিধায়ক ও পঞ্চায়েতের সভাপতি চাপ দিয়ে ওই অভিযোগ করিয়েছিলেন। তখনকার অডিট রিপোর্টে গরমিল না থাকলেও মিথ্যা অভিযোগ করা হয়েছে।” তাঁর প্রশ্ন, “২২ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। বাকিদের কী হল? কেন রামচন্দ্র সরকারকেই শুধু ধরা হল?” এ প্রসঙ্গে নাকাশিপাড়া থানার বক্তব্য, তদন্ত চলছে। তদন্তে যার বিরুদ্ধে যেমন তথ্য পাওয়া যাবে, সেই মতো গ্রেফতার করা হবে।

নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ পাল্টা দাবি করেন, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে, ব্লক অফিস থেকে অভিযোগ করা হয়েছে। এখন অবশ্য ওরা (বিজেপি) অনেক কথাই বলবে।”

অন্য বিষয়গুলি:

BJP arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy