Advertisement
২৩ নভেম্বর ২০২৪

হেমন্তে উৎসবের মেজাজ বহরমপুরে

পুজো-ইদের রেশ কাটতে না-কাটতেই হেমন্তের হিমেল হাওয়া মেখে মেলা-উৎসবে মেতে উঠল মুর্শিদাবাদ। সদ্য শেষ হল রাস উৎসব। বইমেলা, বিজয়া সম্মিলনী, রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ‘স্মরণযাত্রা’র মতো উৎসব শুরু হয়ে গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। ডিসেম্বর জুড়ে নাট্যমেলা, বইমেলাউপলক্ষের শেষ নেই।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ০০:০০
Share: Save:

পুজো-ইদের রেশ কাটতে না-কাটতেই হেমন্তের হিমেল হাওয়া মেখে মেলা-উৎসবে মেতে উঠল মুর্শিদাবাদ। সদ্য শেষ হল রাস উৎসব। বইমেলা, বিজয়া সম্মিলনী, রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ‘স্মরণযাত্রা’র মতো উৎসব শুরু হয়ে গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। ডিসেম্বর জুড়ে নাট্যমেলা, বইমেলাউপলক্ষের শেষ নেই।

১৯০৭ সালে ৩-৪ নভেম্বর বহরমপুর শহরে কাশিমবাজারের মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর রাজপ্রাসাদে অনুষ্ঠিত হয় প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলনে। ওই সম্মেলনের স্মরণে গত ২ নভেম্বর বহরমপুর শহরে অমৃতকুম্ভের মহলাঘরে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, গান, বাঁশি, বেহালা ও আলোচনায় হয় মনোজ্ঞ অনুষ্ঠান। গত বুধবার সন্ধ্যায় বহরমপুর মেতেছিল বিজয়া সম্মেলনে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় লাগোয়া মাঠে ওই উৎসবের মধ্যমণি ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

সামনে আছে আরও কিছু উৎসব। বহরমপুর শহরের উত্তরপ্রান্তে খাগড়া জি টি আই স্কুল মাঠে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৪ দিনের ‘লোকসংস্কৃতি ও মুক্তমঞ্চ নাট্যোৎসব’। ‘বহরমপুর রেপার্টরি থিয়েটার’ উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যকার অভিজিৎ সরকার। আয়োজক সংস্থার কর্ণধার প্রদীপ ভট্টাচার্য জানান, প্রয়াত নাট্যকার বিজন ভট্টাচার্য শতবর্ষ স্মরণে ওই নাট্যোৎসব। ৪ দিনের উৎসবে নাট্যভিনয় ছাড়াও প্রতিদিন থাকবে ঢাকব্যদ্য, সাঁওতালি নৃত্য, বাউলগান, লোকগান, পুরুলিয়ার ছৌ। থাকছে নৈহাটির আবহমানের নাটক ‘ভবঘুরে’, কাচড়াপাড়ার পথসেনার নাটক ‘অগ্নিগর্ভ’, মালদহের ‘মানব পুতুল’, বহরমপুরের ব্রীহির ‘মনের ব্যধি’, মধ্যমগ্রামের ঋতমের ‘চাপাপড়া মানুষ’, বহরমপুর সংশোধনাগারের আবাসিকদের অভিনীত ‘তোতাকাহিনি’, হালিশহরের চেনা আধুলির নাটক ‘বাঘড়ে’, বহরমপুর বি আর টির ‘বিদ্যেবাবুর জন্মদিন’, বহরমপুরের ‘যুগাগ্নির নাটক ‘আমি মেয়ে’।

এই নাট্যোৎসব শেষ হওয়ার ২ দিন পর, অর্থাৎ ২০ নভেম্বর থেকে বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হবে ‘রঙ্গাশ্রম’ নাট্যসংস্থার ৫ম বর্ষের নাট্যসমারোহ। ৭ দিনের ওই নাট্যমেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যসমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে রঙ্গাশ্রমের নতুন নাটক ‘প্রতারক’। পরদিন সিকিম এন এস ডি রেপার্টরী মঞ্চস্থ করবে বাংলাদেশের নাট্যকার কামালুদ্দিন নীলু পরিচালিত নাটক ‘নিয়ম তা য়েহিচা’। রণবীর কুমার নির্দেশিত পটনার রাগা থিয়েটারের প্রযোজনা ‘নটমেথিয়া’ অভিনীত হবে ২২ নভেম্বর। পরদিন থাকছে দেবব্রত ভট্টাচার্য নির্দেশিত কুচবিহার কম্পাসের নাটক ‘চোপ্ আদালত চলছে’। তারপর দিন রয়েছে কলকাতার নান্দীকারের নাটক ‘নাচনী’। রঙ্গাশ্রমের কর্ণধার সন্দীপ ভট্টাচার্য বলেন, “ওই দিন রূপসজ্জা শিল্পী কলকাতার বয়োবৃদ্ধ রণজিৎ দত্তকে সম্মাননা দেওয়া হবে।” ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে হাওড়ার নটধা গোষ্ঠীর নাটক ‘সিজার ও ক্লিওপাট্টা’ । সমাপ্তি সন্ধ্যায় হবে ঢাকার নাট্যসংস্থা বটতলা পারফরমিং সেন্টারের প্রযোজনা ‘খনা’।

ফের ৯ ডিসেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হবে বহরমপুরের ঋত্বিক নাট্যসংস্থার ১৪তম বর্ষের ‘দেশবিদেশের নাট্যমেলা’। ১২ দিন ধরে নাট্যমেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর লালবাগের আস্তাবল মাঠে শুরু হবে তৃতীয় বছরের ‘মুর্শিদাবাদ শহর বইমেলা’। লালবাগ বয়েজ প্রাইমারি স্কুল ও ভূজঙ্গভূষণ স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত ওই বইমেলা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। মেলার অন্যতম কর্তা শুভাশিস পাল বলেন, “বইমেলা উদ্বোধন করবেন সাহিত্যিক সমরেশ মজুমদার।”

ওই মেলা শেষ হতে, না হতেই ২৮ ডিসেম্বর লালগোলা এম এন অ্যাকাডেমি মাঠে শুরু হবে প্রথম ‘লালগোলা বইমেলা’। ৫ দিনের মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এ দিকে ৩১ ডিসেম্বর থেকে বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হবে ‘বহরমপুর রেপার্টরি থিয়েটার’-এর ৫ দিনের ‘নাট্যোৎসব ২০১৪-২০১৫’। শম্ভু মিত্র শতবর্ষ স্মরণে ৫ দিনের ওই নাট্যমেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

অন্য বিষয়গুলি:

festival in berhampore berhampore book fair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy