Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪

রাতে অফিস আর নয়, স্বস্তি পুলিশে

বেশির ভাগ দিন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ গভীর রাত পর্যন্ত অফিসেই থাকতেন বলে পুলিশের এক সূত্রে দাবি। পুলিশের এক সূত্রে খবর, ভারতীদেবী রাতে অফিসে থাকায় আধিকারিক-কর্মীদেরও সব সময় সজাগ থাকতে হত।

বরুণ দে
মেদিনীপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ০১:৪৮
Share: Save:

বেশির ভাগ দিন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ গভীর রাত পর্যন্ত অফিসেই থাকতেন বলে পুলিশের এক সূত্রে দাবি। পুলিশের এক সূত্রে খবর, ভারতীদেবী রাতে অফিসে থাকায় আধিকারিক-কর্মীদেরও সব সময় সজাগ থাকতে হত। ডাক পেয়ে অনেক পুলিশ আধিকারিক রাতে পুলিশ অফিসেও ছুটে গিয়েছেন। ভারতীদেবী জেলা ছাড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে জেলা পুলিশের একটা বড় অংশ।

এক সময় পশ্চিম মেদিনীপুরে ছিলেন, এখন ভিন্ জেলায় রয়েছেন, এমন এক পুলিশ আধিকারিকের দাবি, “পুলিশ সুপার ডেকে পাঠানোয় একদিন রাত দেড়টার সময় পুলিশ অফিসে যেতে হয়েছিল। ওই দিনটার কথা কখনও ভুলব না।” অন্য এক পুলিশ আধিকারিকের কথায়, “পুলিশ সুপারের নির্দেশে আমাকেও একদিন রাত দু’টোর সময় জঙ্গলমহলের এক প্রত্যন্ত এলাকায় যেতে হয়েছিল। অথচ যাওয়ার কারণটা ছিল সামান্য। পুলিশ সুপারের নির্দেশ বলে কথা, কোনও কিছু না ভেবে চলেই গিয়েছিলাম।’’

গত সোমবার ভারতীদেবীর বদলির নির্দেশ জারি হয়। পরদিন মঙ্গলবার সন্ধেয় জেলা ছাড়েন তিনি। গত বুধবার পুলিশ সুপারের দায়িত্ব নেন অলোক রাজোরিয়া। নতুন পুলিশ সুপার আসার পরে রাতের অফিসও বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে অফিস শুরু হয়েছে সকালেই। জেলা পুলিশের কোনও আধিকারিককেই আর রাতে অফিসে যেতে হচ্ছে না।

পুলিশের এক সূত্রে খবর, আর যে রাতে অফিস হবে না, ঘুরিয়ে সেই বার্তাও দিয়েছেন নতুন পুলিশ সুপার। কেমন? ইতিমধ্যে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন পুলিশ সুপার। পুলিশের এক সূত্রে দাবি, ওটা ছিল আসলে সকলের সঙ্গে সাক্ষাৎপর্ব। ওই বৈঠকেই পুলিশ সুপার বার্তা দেন, বিকেল ৫টা ৩০ পর্যন্ত অফিস হবে। কথা দিচ্ছি ৫টা ৩০টা কখনও ৫টা ৩১ হবে না। সবে এই জেলায় এসে কাজে যোগ দিলাম। দিন কয়েক একটু দেরি হতে পারে। নতুন পুলিশ সুপারের এই নির্দেশে জেলা পুলিশ অফিসে কর্মরত এক কর্মী বলছিলেন, “যাক, এ বার আর রাতে অফিস করতে হবে না! এর থেকে বড় স্বস্তির আর কী হতে পারে!”

পুলিশের এক সূত্রে খবর, ভারতী ‘জমানা’ যে শেষ তাও নতুন পুলিশ সুপার ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। কোনও পুলিশ আধিকারিক কোনও ব্যক্তির হয়ে কাজ করলে যে তা রেয়াত করা হবে না তা বৈঠকে সকলকে বুঝিয়ে দেন পুলিশ সুপার। তাঁর বার্তা, আমাদের কাছে ব্যক্তি নয়, প্রশাসন বড়। পুলিশের এক সূত্রে দাবি, ভারতীদেবী পুলিশ সুপার থাকাকালীন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, ডেপুটি পুলিশ সুপার, সিআই-দের সকলে সমান গুরুত্ব পেতেন না বলে অনুযোগ ছিল। তুলনায় বেশি গুরুত্ব পেতেন কয়েকজন আইসি, ওসি। জেলা পুলিশের এক সূত্রের দাবি, নতুন পুলিশ সুপার এ নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, যাঁর যা প্রাপ্য সম্মান তাঁকে তা দিতে হবে।

এক সময়ের শাসকদলের ‘আস্থাভাজন’ ভারতীদেবীর বদলিতে আপাতত তাই ‘ফুরফুর’ মেজাজে পুলিশের আধিকারিক থেকে কর্মীরা। এক পুলিশকর্মী তো বলেই ফেললেন, “মনে হচ্ছে একটা দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়েছি!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE