পুরসভা হবে বেলদা— বছর তিনেক আগে এমনই এক ঘোষণা ঘিরে আশার আলো দেখেছিল নারায়ণগড় ব্লকের সদর শহরের বাসিন্দারা। পুরসভা গঠন দূর অস্ত, দূষণ-বেহাল নিকাশি-জীর্ণ রাস্তাঘাটের সমস্যায় এখনও জেরবার বেলদাবাসী।
তোড়জোড় শুরু হয়েছিল অনেক আগেই। ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বেলদাকে পুরসভা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। যদিও দিনকয়েক আলোচনার পরই ধামাচাপা পড়ে যায় পুরসভা গঠন প্রক্রিয়া। ফের গত পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৩ সালের ১৬ জানুয়রি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলদায় এসে পুরসভা গঠনের আশ্বাস দেন। ২০১৪ সালের ১৪ জুন বেলদা পুরসভা গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছিল, বেলদা-১, ২ গ্রাম পঞ্চায়েত, মান্না পঞ্চায়েতের হরিবাড়, আসন্দা বুথ ও বাখরাবাদ পঞ্চায়েতের আকন্দা বুথের এলাকা নিয়ে গঠিত হবে বেলদা পুরসভা। ওই সমস্ত এলাকার জনসংখ্যা, জমির খুঁটিনাটি, মানুষের জীবিকা-সহ নানা বিষয়ের তথ্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির থেকে চাওয়া হয়। পরে সেই সমস্ত তথ্য পাঠানো হয় রাজ্য সরকারের কাছে। তারপরে তিনবছর কেটে গেলেও পুরসভা গঠন প্রক্রিয়ায় আর সে ভাবে অগ্রগতি হয়নি।
বেলদার ব্যবসায়ী রাজু চাণ্ডক, প্রকাশ জানারা বলেন, “২০১৪ সালে বেলদা পুরসভা গঠনের ঘোষণায় সকলে খুশি হয়েছিলাম। যদিও এখনও পুরসভা গঠন না হওয়ায় উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের আশা, এ বার জেলায় এসে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কথা বলবেন।”
পুরসভা গঠন তো হয়নি, উল্টে বেলদা পরিকাঠামোগত দিক থেকেও পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। অনেক রাস্তার হাল খারাপ, নিকাশির অবস্থাও তথৈবচ। নিয়মিত আবর্জনা সাফাই হয় না বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দা তথা বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তুহিনকান্তি দাসের কথায়, “জল নিকাশি, পথবাতি, আবর্জনা সাফাইয়ের মতো নানা পরিষেবা এখানে খারাপ। আশা করছি, এ বার মুখ্যমন্ত্রী জেলায় এসে বেলদাকে ‘নোর্টিফায়েড এলাকা’ হিসেবে ঘোষণা করে পুরসভা গঠন প্রক্রিয়া ত্বরান্তিত করবেন।”
পুরসভা গঠন প্রক্রিয়া থমকে থাকায় শাসকদলকে বিঁধছে বিরোধীরা। সিপিএমের জোনাল সম্পাদক মদন বসুর অভিযোগ, “বেলদাকে পুরসভা ঘোষণা আসলে নির্বাচনী চমক ছিল। পঞ্চায়েত নির্বাচনের আগেও হয়তো মুখ্যমন্ত্রী চমক দিতে পারেন। কিন্তু পুরসভা গঠন নিয়ে আমাদের সংশয় রয়েছে।” যদিও দ্রুত বেলদা পুরসভা গঠন নিয়ে আশাবাদী তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ। তিনি বলেন, “আমরা চাইছি দ্রুত বেলদা পুরসভা গঠন হোক। কাজ অনেক দূর এগিয়েছে। মুখ্যমন্ত্রীর নজরে সব কিছুই রয়েছে। মুখ্যমন্ত্রী নিশ্চয় সঠিক সময়ে সিদ্ধান্ত জানাবেন।”
এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সনাতন মঙ্গল বলেন, “বেলদা পুরসভা গঠনের কাজ অনেকটাই এগিয়েছে। পঞ্চায়েতের সীমিত অর্থে অনেক কাজই সম্ভব নয়। পুরসভা গঠন হলে উন্নয়নে আরও গতি আসবে। মুখ্যমন্ত্রী জেলায় এলে এ বিষয়ে আলোচনা হতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy