প্রতিশ্রুতি পালন করেছেন তিনি। কর্মিসভায় এসে মনে করালেন দেব। নেতাদের উদ্দেশে বললেন, ‘‘সকলে মিলে কাজ করলে আমরা ভাল ফল করব।’’ মঙ্গলবার ডেবরা অডিটোরিয়ামে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে একসঙ্গে কাজের বার্তা দিলেন তিনি।
এই বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে। সাংসদ দেবের প্রতিনিধি অলোক আচার্যের সঙ্গে বিধায়ক সেলিমা খাতুন, ব্লক কোর কমিটির সদস্য রতন দে-র অনুগামীদের বিরোধ কারও অজানা নয়। এমনকি, এর আগেও দেবের বিজয়া সম্মিলনীর সভা-সহ একাধিক সভায় অনুপস্থিত ছিল একপক্ষ। তবে লোকসভা নির্বাচনের আগে সকলে একসঙ্গে লড়াই করার কথা বলছেন। এ দিনও দেবের উপস্থিতিতে এই নির্বাচনী কর্মিসভায় সকলকে একই মঞ্চে দেখা গিয়েছে। তবে কর্মীদের দাবি, প্রকাশ্যে সকলে একসঙ্গে একমঞ্চে এলেও আদলে দ্বন্দ্ব মিটেছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। এ দিন দেবকে বলতে শোনা যায়, “আপনারা আছেন বলেই ২০১৪ থেকে ২০১৯-এর যাত্রা সফল হয়েছে। কারণ, আপনারা আমাদের সাহস।”
২০১৪ সালে ডেবরায় এসে এলাকার নানা সমস্যার কথা শুনতে হয়েছিল তৃণমূল প্রার্থী দেবকে। কাঁসাই নদীর ওপর লোয়াদা সেতুর সংযোগকারী রাস্তা তৈরি না হওয়ায় ক্ষোভ ছিল এলাকাবাসীর। প্রচারে বেরিয়ে লোয়াদা এলাকায় গিয়ে সংযোগকারী রাস্তা গড়ার উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের মুখে সেই কাজের সূচনা হয়েছে। এ দিন তাই পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বের মতো নিজের প্রতিশ্রুতি পূরণের কৃতিত্বের কথা কর্মীদের সামনে তুলে ধরেন দেব। একই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, “আমি জানি অনেক কাজ বাকি রয়েছে। যদি আবার জিতি তাহলে পাঁচ বছরে যা কাজ করেছি তার একশো গুণ বেশি কাজ করব।”
এ দিন অডিটোরিয়াম ছাড়াও ডেবরা বিধানসভার শ্যামচক হাট, কালুয়া, ডিঙল ও বিষ্ণুপুরে কর্মিসভায় যোগ দেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy