ফোন করলেই অ্যাম্বুল্যান্স পৌঁছে যাবে বাড়িতে। ছবি: কৌশিক সাঁতরা
নিশ্চয়যানের বিকল্প হিসাবে ঘাটালে চালু হল অ্যাম্বুল্যান্স-১০২।
নবজাতক এবং প্রসূতিদের হাসপাতালমুখী করতে রাজ্য সরকার চালু করেছিল নিশ্চয়যান প্রকল্প। প্রসূতিদের হাসপাতালে বিনামূল্যে আনা-নেওয়ার জন্য ওই প্রকল্পের পরিষেবা আরও বাড়াতেই নতুন এই ব্যবস্থা বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। এখন থেকে সরাসরি ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলেই প্রসূতিদের পরিষেবা দিতে বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স-১০২। তবে একই সঙ্গে থাকছে নিশ্চয়যান গাড়িও। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে ২৮টি নতুন এই ধরনের অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে।
যদিও স্বাস্থ্যভবনের এমন সিদ্ধান্ত জানাজানি হতেই ক্ষোভ দেখা দিয়েছে নিশ্চয়যান গাড়ির মালিকদের মধ্যে। তাঁদের বক্তব্য, “আমরা এত দিন ধরে কম টাকায় পরিষেবা দিয়ে প্রকল্পটি সচল রেখেছি। আচমকাই সরকার সরাসরি অ্যাম্বুল্যান্স হাসপাতালগুলিতে পাঠিয়ে দিয়েছে। সে ক্ষেত্রে সরকারকে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। না হলে বড় আন্দোলনে নামব আমরা।” প্রকল্প চালুর আগে এ নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকেরও দাবি জানিয়েছেন তাঁরা।
পশ্চিম মেদিনীপুর জেলা নিশ্চয়যান গাড়ি মালিক সংগঠনের সম্পাদক শেখ সাইদুর রহমান বলেন, “আমরা আট টাকা কিলোমিটার হিসাবে এই পরিষেবা দিয়ে আসছি। জেলায় এই প্রকল্পের উপর কয়েক হাজার পরিবার নির্ভরশীল। ১০২ নম্বর আমাদেরও ব্যবহার করতে দেওয়ার পাশাপাশি বাড়াতে হবে টাকার পরিমাণও।” ইতিমধ্যেই সরকারের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে নিশ্চয়যান গাড়ি মালিক সংগঠন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সরকারি হাসপাতালে যাতে বেশি সংখ্যক শিশুর চিকিৎসা হয় এবং হাসপাতালেই যাতে প্রসব হয় সেই লক্ষ্যে ২০১০ সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এই প্রকল্প চালু করেছিল। শুরুতে এর নাম ছিল মাতৃযান। বর্তমানে নিশ্চয়যান নামেই পরিচিত এই প্রকল্প। নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে মাতৃযান বা অ্যাম্বুল্যান্স-১০২।
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, দীর্ঘদিন ধরেই নিশ্চয়যান গাড়িগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছিল। প্রসূতিদের সঙ্গে অভব্য আচরণ, টাকা নেওয়া, সরকারি অনুমতি না নিয়েই গ্যাস ব্যবহার সহ নানা অভিযোগ উঠছিল। তাই পুরনো নিশ্চয়যানের পাশাপাশি নতুন এই পরিষেবা চালু করা হয়েছে। এতদিন জেলা স্বাস্থ্য দফতর প্রকল্পটি নিয়ন্ত্রণ করতো। এ বার সরাসরি স্বাস্থ্যভবনের নজরদারিতেই নতুন অ্যাম্বুল্যান্সগুলি চলবে। তবে পুরনো নিশ্চয়যানগুলির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মহকুমা স্তরে দু’টি এবং গ্রামীণ ও ব্লক স্তরে একটি করে অ্যাম্বুল্যান্স-১০২ থাকবে। ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলেই উপভোক্তারা ওই সুবিধা পাবেন। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন পুরনো নিশ্চয়যান গাড়ির মালিকেরা। তাঁদের বক্তব্য, এখন থেকে ১০২ নম্বরে ফোন করলে তাঁরা কিছুই জানতে পারবেন না। প্রয়োজন হলে তাঁদের মোবাইল নম্বরে ফোন করে বা হাসপাতাল কর্তৃপক্ষ ডাকবেন।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘নিশ্চয়যান গাড়িগুলি যেমন চলছে তেমনই চলবে। নতুন অ্যাম্বুল্যান্সগুলি আজ, শুক্রবার থেকে পরিষেবা দিতে শুরু করবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy