Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪

সরকারকে থোড়াই কেয়ার, ট্যাক্সি-রাজ চলছেই

জনবহুল পার্ক স্ট্রিট হোক বা চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার হোক বা গড়িয়াহাট, সকাল, বিকেল বা রাত— কলকাতায় ট্যাক্সিচালকের প্রত্যাখ্যান এবং দৌরাত্ম্যের প্রতিদিনের চিত্রটা একই রকম। পছন্দমতো জায়গা কিংবা অনেক দূরের যাত্রী না হলেই তাঁকে সটান বলে দেওয়া, “যাব না।” এর পরে সেই চালককে ট্যাক্সির ‘নো রিফিউজাল’ শর্ত স্মরণ করিয়ে দিলে আরও কড়া জবাব, “যাব না। আমার খুশি। যা করার করে নিন।”

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০১৪ ০১:২৭
Share: Save:

জনবহুল পার্ক স্ট্রিট হোক বা চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার হোক বা গড়িয়াহাট, সকাল, বিকেল বা রাত— কলকাতায় ট্যাক্সিচালকের প্রত্যাখ্যান এবং দৌরাত্ম্যের প্রতিদিনের চিত্রটা একই রকম। পছন্দমতো জায়গা কিংবা অনেক দূরের যাত্রী না হলেই তাঁকে সটান বলে দেওয়া, “যাব না।” এর পরে সেই চালককে ট্যাক্সির ‘নো রিফিউজাল’ শর্ত স্মরণ করিয়ে দিলে আরও কড়া জবাব, “যাব না। আমার খুশি। যা করার করে নিন।” যাত্রী যদি এক ধাপ এগিয়ে বলেন, ‘আপনাকে যেতেই হবে।’ তা হলে তাঁর কপালে জুটতে পারে অকথ্য ভাষায় গালাগাল মায় শারীরিক নিগ্রহও।

ঠিক যেমনটা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে। ট্যাক্সিচালককে যাওয়ার জন্য জোর করার পরে তিয়াত্তর বছরের মমতা পণ্ডিতকে শেষমেশ ট্যক্সি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন চালক। পরে অবশ্য ওই বৃদ্ধার দুই সঙ্গী থানায় অভিযোগ জানালে পুলিশ গিয়ে অনিলকুমার গুপ্ত নামের ওই চালককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩২৩, ৩৪১ এবং ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় মমতাদেবী এবং সঙ্গী তাঁর দুই আইনজীবী পার্ক স্ট্রিটে একটি মোবাইল সংস্থার অফিসের কাছে ট্যক্সিতে উঠবেন বলে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। ঘণ্টাখানেক পরে একটি ট্যাক্সিতে উঠতে গেলে চালক ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন বলে অভিযোগ। তখনকার মতো ফের ওই ট্যাক্সিতে উঠলেও কিছু দূরে একটি পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে আর যেতে চাননি চালক। এর পরেই থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গিয়ে দেখে ট্যাক্সিতে ‘গ্যারেজ’ বোর্ড লাগিয়ে দিয়েছেন চালক।

প্রশ্ন উঠেছে, ঘটা করে রাজ্য সরকার নীল-সাদা ‘নো রিফিউজাল’ ট্যাক্সি পথে নামিয়েছে। ঘোষণা করেছে, পুরনো হলুদ ট্যাক্সিও প্রত্যাখ্যান করতে পারবে না। পরিবহণমন্ত্রী থেকে শুরু করে কর্তারাও বারবার ঘোষণা করেছেন, প্রত্যাখ্যান করলে কড়া শাস্তি দেবে সরকার। কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা বলছে, সরকার যা-ই করুক না কেন শহরের ‘ট্যাক্সি রিফিউজাল’-এর ছবিটা একেবারেই পাল্টায়নি। ট্যাক্সিচালকদের দৌরাত্ম্য রয়ে গিয়েছে আগের মতোই।

পরিবহণ দফতরের কর্তারাই অবশ্য বারবারই জানাচ্ছেন, নিয়ম অনুযায়ী কোনও ট্যাক্সিই যাত্রী প্রত্যাখ্যান করতে পারে না। প্রত্যাখ্যান করলে ‘মোটর ভেহিক্লস আইন’-এর ১৯২ ধারায় চালকের তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকী, চালকের লাইসেন্সও বাজেয়াপ্ত করতে পারে পরিবহণ দফতর। বারবার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ট্যাক্সিমালিকের পারমিটও বাজেয়াপ্ত করতে পারে রাজ্য সরকার। তা সত্ত্বেও, নিত্য এ ধরনের ঘটনা কেন ঘটছে?

পরিবহণ দফতরের একাংশের অভিযোগ, শাসক দলের ট্যাক্সি ইউনিয়ন ‘প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্স ইউনিয়ন’-এর শংসাপত্র পেয়ে যে কেউই এখন ট্যাক্সির পারমিট এবং চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছেন। শাসক দলের ইউনিয়নের ছাতার তলায় থাকার কারণে ‘যা খুশি করার’ সাহসও তাঁরা পাচ্ছেন বলে অভিযোগ।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক দলের ট্যাক্সি ইউনিয়নের দীর্ঘদিনের নেতা এবং বর্তমানে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর কথায়, “যে ইউনিয়নের চালকই হোন, এ ধরনের ঘটনা কোনও অবস্থাতেই বরদাস্ত করবে না সরকার। ওই চালকের যাতে কড়া শাস্তি যাতে হয়, তার জন্য আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।” একই বক্তব্য প্রোগ্রেসিভ ইউনিয়নের নেতা শম্ভুনাথ দে-রও। তিনি বলেন, “সরকারের কাছে আমাদের দাবি, ট্যাক্সিচালক যে ইউনিয়নের সদস্যই হোন না কেন, তাঁর কড়া শাস্তি হোক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা-ও সরকারকে দেখতে হবে।”

ট্যাক্সিচালকের এমন অভব্য আচরণের ঘটনা অবশ্য প্রায়শই ঘটছে। প্রতি বারই সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কিছু দিনের মধ্যেই পরিস্থিতি ফের আগের মতোই হয়ে যাচ্ছে। পরিবহণ দফতরের কর্তারা জানাচ্ছেন, অতীতে ট্যাক্সি রিফিউজাল রুখতে পরিবহণ দফতরের নিজস্ব ‘এনফোর্সমেন্ট’ বিভাগ ছিল। এখন সেই বিভাগটি দুর্বল হয়ে পড়েছে। তাতেই এমন বিপত্তি বারবার ঘটছে। পরিবহণমন্ত্রী নিজেও মানছেন সে কথা। তিনি বলেন, “পুলিশকে আমরা নজরদারি আরও বাড়াতে বলেছি। তবে আমাদের দফতরের নজরদারিও বাড়াতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

harassment taxi-raj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE