বিশ্বে এক নতুন বাণিজ্যযুদ্ধের সূচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পড়শি কানাডা আর মেক্সিকোই শুধু নয়, বিশ্ব বাজারে বৃহত্তম প্রতিদ্বন্দ্বী সুদূরের চিনকেও নিশানা করেছেন তিনি। তিন দেশের পণ্য আমদানিতে আমেরিকা বাড়তি শুল্ক চাপানোর পরপরই ‘প্রত্যাঘাত’ করেছে কানাডা। চিন এবং মেক্সিকোও বুঝিয়ে দিয়েছে, বিষয়টি তারা ভাল ভাবে নিচ্ছে না। কানাডার প্রধানমন্ত্রী এ-ও দাবি করেছেন, আখেরে ক্ষতি হবে আমেরিকারই।
ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয় এই মৃত্যুর। বানতলার চর্মনগরীতে নিকাশি নালায় নেমে মৃত্যু হওয়া তিন ঠিকাশ্রমিকের পরিবারে হাহাকারের মধ্যে এখন এই একটিই কথা। কার দোষে এমন ঘটনা ঘটল? কেন মানা হল না আইন বা সুপ্রিম কোর্টের নির্দেশ?
কারও শাস্তি হবে কি বাণতলাকাণ্ডে
কলকাতা লেদার কমপ্লেক্সে রবিবার সকালে ম্যানহোল সাফাই করতে গিয়ে নিকাশি নালায় পড়ে যান তিন শ্রমিক। প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাঁদের দেহ উদ্ধার করা হয় ডুবুরি নামিয়ে। ট্যানারি এলাকার বর্জ্যমিশ্রিত পাঁকের দুর্গন্ধ এবং বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়েই তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা এবং একজন উত্তর ২৪ পরগনার। তিন জনই কলকাতা পুরসভার অস্থায়ী কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে। কেন ওই শ্রমিকেরা ম্যানহোলে নেমেছিলেন, খতিয়ে দেখা হবে। লেদার কমপ্লেক্স থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তিনটি দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ম্যানহোলে মানুষ নামানো আইনত নিষিদ্ধ। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও রয়েছে। কিন্তু কোনও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করেই তিন শ্রমিক ম্যানহোলে নেমেছিলেন বলে অভিযোগ। এই সংক্রান্ত তদন্ত কোন দিকে এগোয়, তার দিকে নজর থাকবে।
চিন-কানাডা-মেক্সিকো বনাম আমেরিকা: বাণিজ্যযুদ্ধ
বিশ্ব বাণিজ্যে অন্যতম দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং চিন। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি (চিন, কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক চাপানো) ভাল ভাবে নিচ্ছে না তারা। বিশ্ব বাণিজ্য সংস্থায় আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছে তিন দেশ। ট্রাম্পের শুল্কনীতির পাল্টা পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে বেজিং। অসন্তুষ্ট মেক্সিকোও। তারাও ‘প্ল্যান বি’ তৈরি করে ফেলেছে। কানাডা ইতিমধ্যে আমেরিকান পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করে দিয়েছে। তিন সপ্তাহের মধ্যে তা কার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এই তিন দেশ কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ করলে শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে। তবে আমেরিকার সেই চোখরাঙানির পরোয়া করছে না তিন দেশের কেউই। এই শুল্কযুদ্ধ কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
দিল্লিতে বিধানসভা ভোটের শেষ প্রচার
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সোমবারই শেষ হচ্ছে রাজধানীতে ভোটপ্রচার। বিকেল ৫টা অবধি রাজনৈতিক দলগুলি প্রচার করতে পারবে। এ বার দিল্লিতে বিধানসভায় ত্রিমুখী লড়াই। রাজধানীতে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আপ, বিজেপি এবং কংগ্রেস। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরীওয়ালের দল। বিধানসভা ভোটের ময়দানে দুই দলই সম্মুখ সমরে। প্রচার পর্বে বিজেপি, কংগ্রেস, আপ— প্রত্যেকেই একে অপরকে আক্রমণ শানিয়েছে। ভোটে জিতলে দিল্লিবাসীর জন্য কী কী করবে, তার প্রতিশ্রুতিও দিয়েছে। আজ শেষবেলায় কোন দলের কী ধরনের প্রচারের রণকৌশল হয়, নজর থাকবে সে দিকে।
বিধায়ক সাবিত্রীকে ‘খুনের চেষ্টা’র তদন্ত
তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে মালদহে। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে এক জনকে পাকড়াও করেছে পুলিশ। শনিবার রাতে মালদহ-মানিকচক রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিলেন সাবিত্রী। অভিযোগ, সেই সময় ধরমপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিধায়কের গাড়ির চালক কোনও মতে সেই সংঘর্ষ এড়ান। আরও অভিযোগ, পরে সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে পিছন দিক থেকে সাবিত্রির গাড়িকে ধাওয়া করতে শুরু করে। এই ঘটনায় ভয় পেয়ে যান বিধায়ক। শেষমেশ একটি জনবহুল এলাকায় নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি। ওই ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে এক দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের গাড়িটিকে এখনও উদ্ধার করা যায়নি। সেটির খোঁজে তল্লাশি চলছে মালদহ, পার্শ্ববর্তী দুই দিনাজপুরে। বিহার ও ঝাড়খণ্ডেও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা কমবে
সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। প্রশ্ন উঠছে, তার আগে কি শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়বে? আবহবিদেরা তেমন সম্ভাবনা আপাতত দেখছেন না।
সংসদের বাজেট বিতর্ক
শনিবারই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সংসদে বাজেট নিয়ে আলোচনা হবে। তবে এ বারের বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। কেন্দ্রীয় বাজেটে ‘গভীর ষড়যন্ত্র’ রয়েছে বলে উল্লেখ করেছে তৃণমূল। বিরোধীদের দাবি, এ বারের বাজেটে বিহারকে তুষ্ট করতে চেয়েছে নরেন্দ্র মোদী সরকার। তবে কেন্দ্রীয় বাজেটকে ‘জনসাধারণের বাজেট’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বও একই সুরে সুর মিলিয়েছেন। সেই আবহে সোমবার বাজেট অধিবেশনে সংসদে বিরোধীরা কী করেন, সরকারই বা কী ব্যাখ্যা দেয়, নজর থাকবে সেই খবরের দিকে।
কুম্ভে বসন্ত পঞ্চমীর স্নান
বসন্ত পঞ্চমী তিথিতে পুণ্যস্নানের জন্য রবিবার দুপুর থেকেই কুম্ভে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। ‘শাহিস্নান’ উপলক্ষে আজও লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমাবেন কুম্ভে। আজ সকাল ৬টা ৫৩ মিনিটে শুরু হয় বসন্ত পঞ্চমী তিথি। অমৃতযোগ চলল সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। এর পর মঙ্গলবারও রয়েছে অচলা সপ্তমী তিথি। এ বারের মহাকুম্ভে একের পর এক আগুন লাগা, পদপিষ্টের মতো ঘটনায় মেলার ব্যবস্থাপনা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। তাই পর পর দু’টি বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার আরও সতর্ক রয়েছে প্রশাসন।