গাঁধী জয়ন্তীতেও মমতাকে কটাক্ষ ধনখড়ের ফাইল চিত্র।
গাঁধী জয়ন্তীতে ফের এক বার বাংলার গণতন্ত্র নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভয় ও হিংসা মেটাতে মমতা সরকারের পদক্ষেপ করা উচিত বলেই দাবি করেছেন তিনি। ধনখড়ের এই সমালোচনার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রকৃত তথ্য তুলে ধরে তাঁর মন্তব্য করা উচিত বলেই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শনিবার টুইট করে ধনখড় বলেন, ‘গাঁধী জয়ন্তীতে আমাদের মনে রাখা দরকার, কী ভাবে তাঁর শান্তি ও অহিংসার নীতি বিশ্ব জুড়ে বন্দিত। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে মমতা সরকারের উচিত ভয় ও হিংসা দূর করা।’
Befitting tribute to Bapu on #GandhiJayanti2021 -Resolve to practise and propagate his noble principles of peace and non-violence that are globally relevant.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 2, 2021
To blossom democracy and human dignity there is need @MamataOfficial to contain all pervasive fear and violence.
রাজ্যপালের এই মন্তব্যের পরেই তাঁকে পাল্টা জবাব দিয়েছেন কুণাল। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘রাজ্যপালের উচিত কেন্দ্রের বিভিন্ন রিপোর্ট পড়ে নেওয়া। তা হলেই দেখা যাবে, অপরাধ দমনে ডবল ইঞ্জিন সরকার কী পরিমাণে ব্যর্থ ও মমতা সরকার কত নিরাপদ। দলদাসের ভূমিকা পালন না করে রাজ্যপালের উচিত এই সব রিপোর্ট-সহ টুইট করা।’’
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পরে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্ঘাত বেধেছে ধনখড়ের। বিগত বিধানসভা নির্বাচনের আগে ও পরে বাংলায় সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর পক্ষে দাঁড়িয়ে সরব হয়েছে বিজেপিও। অন্য দিকে রাজ্যপালকে ‘দলদাস’, ‘বিজেপি-র মুখপাত্র’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। সেই সঙ্ঘাত আরও এক বার প্রকাশ্যে এল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy