Advertisement
২৪ নভেম্বর ২০২৪

টুকরো খবর

দু’বছর আগে কর্নাটকে সোনার দোকানের কাজ ছেড়ে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন দাদপুরের নাগবল গ্রামের বাসিন্দা শেখ আবদুল রহমান ওরফে রাজু। সেই সময়ে ওই দোকান থেকে সাড়ে ৫০০ গ্রাম সোনা চুরি করে নিয়ে আসার অভিযোগে সোমবার রাতে দাদপুর থানার পুলিশের সহযোগিতায় রাজুকে গ্রেফতার করল কর্নাটক থানার পুলিশ।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ০১:২২
Share: Save:

কর্নাটকে সোনা চুরি, গ্রেফতার দাদপুরে

দু’বছর আগে কর্নাটকে সোনার দোকানের কাজ ছেড়ে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন দাদপুরের নাগবল গ্রামের বাসিন্দা শেখ আবদুল রহমান ওরফে রাজু। সেই সময়ে ওই দোকান থেকে সাড়ে ৫০০ গ্রাম সোনা চুরি করে নিয়ে আসার অভিযোগে সোমবার রাতে দাদপুর থানার পুলিশের সহযোগিতায় রাজুকে গ্রেফতার করল কর্নাটক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর কর্নাটকের ওই দোকানে কাজ করার পরে ২০১২ সালে ছেড়ে চলে আসেন রাজু। দোকান-মালিক অনেকবার রাজুকে সোনা ফিরিয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেও তিনি শোনেননি। সম্প্রতি ওই দোকান-মালিক স্থানীয় থানায় রাজুর বিরুদ্ধে সোনা চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে তাঁকে বাড়ি থেকে ধরা হয়। মঙ্গলবার দুপুরে ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কর্নাটকে নিয়ে যান তদন্তকারীরা।

দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। সোমবার রাতে আরামবাগের গড়বাড়ি এলাকায় ওই দুর্ঘটনায় মৃতের নাম কুন্তল চক্রবর্তী (৩৪)। বাড়ি ব্লকপাড়ায়। তিনি জামাকাপড়ের ব্যবসা করতেন। পুলিশ জানায়, রাত ১২টা নাগাদ টহলদারির সময়ে দেহটি মেলে। তাঁর দোমড়ানো মোটরবাইকটিও রাস্তায় পড়েছিল। কোনও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নয়া জল প্রকল্প

২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহের জন্য বাঁশবেড়িয়ায় জলপ্রকল্পের কাজ চলছে জোরকদমে। সাহাগঞ্জে ডানলপ কারখানার পাশে ১৮ বিঘা জমিতে এই প্রকল্প চালু হলে গঙ্গা থেকে জল তুলে তা পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। এতে বাঁশবেড়িয়া এবং হুগলি-চুঁচুড়া পুরসভার বাসিন্দারা উপকৃত হবেন। প্রকল্পে ২০১ কোটি টাকা ব্যয় হচ্ছে। টাকা দিচ্ছে রাজ্যের নগরোন্নয়ন দফতর।

কোথায় কী

বাঁশবেড়িয়ায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা

সম্প্রতি বাঁশবেড়িয়ায় অনুষ্ঠিত হল ৪৫ তম সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা, ২০১৫। চারদিন ব্যাপী এই নাট্য প্রতিযোগিতার পরিচালনায় ছিল খামারপাড়া শিশু সঙ্ঘ। বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া ও হুগলির মোট ১২টি নাটকের দল অংশ নিয়েছিল। বর্ধমানের ইনসাইড আউট প্রথম স্থান পেয়েছে। দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে গয়েশপুরের মঞ্চসেনা ও আগরপাড়ার থিয়েটার পয়েন্ট।

পাঁচলায় অনুষ্ঠান

নবদিগন্তর সাহিত্য পত্রিকার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল পাঁচলা দেউলপুরে পত্রিকার অফিসে। অনুষ্ঠানে আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী যোগ দিয়েছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তির আসর ছিল জমজমাট। চতুর্থ শ্রেণির মেধা পরীক্ষায় ১৬৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রথম থেকে দশম স্থানাধিকারীদের পুরস্কার ও মানপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।

রঙের পসরা নিয়ে। আরামবাগে নিজস্ব চিত্র।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy