Advertisement
২৩ নভেম্বর ২০২৪

খেলার টুকরো খবর

শ্রীরামপুর মহকুমা প্রথম ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল রিষড়ার রয়্যাল স্পোর্টিং ক্লাব। রানার্স রিষড়ারই স্টার অ্যাথলেটিক ক্লাব। ২৪টি দলের ওই প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলা হয় লিগ পদ্ধতিতে। পয়েন্টের ভিত্তিতে ৪টি গ্রুপ থেকে দু’টি করে দলকে নিয়ে নকআউট পর্যায়ের খেলা হয়। সম্প্রতি শ্রীরামপুর স্পোর্টিং মাঠে ফাইনাল হয়।

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০১:৪১
Share: Save:

শ্রীরামপুর মহকুমা ক্রিকেটে জয়ী রয়্যাল স্পোর্টিং ক্লাব

নিজস্ব সংবাদদাতা • হাওড়া

শ্রীরামপুর মহকুমা প্রথম ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল রিষড়ার রয়্যাল স্পোর্টিং ক্লাব। রানার্স রিষড়ারই স্টার অ্যাথলেটিক ক্লাব। ২৪টি দলের ওই প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলা হয় লিগ পদ্ধতিতে। পয়েন্টের ভিত্তিতে ৪টি গ্রুপ থেকে দু’টি করে দলকে নিয়ে নকআউট পর্যায়ের খেলা হয়। সম্প্রতি শ্রীরামপুর স্পোর্টিং মাঠে ফাইনাল হয়। ৪০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে রয়্যাল স্পোর্টিং। তারা অবশ্য পুরো ওভার খেলতে পারেনি। ৩২ ওভার ৪৩ বলে সব উইকেট হারিয়ে তারা ১৭৪ রান তোলে। মহম্মদ মুস্তাক অর্ধশতরান করেন। জবাবে ব্যাট করতে নেমে রয়্যালয়ের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে স্টার অ্যাথলেটিক ক্লাব। মাত্র ২৬ ওভারে ১২৬ রান করে অল আউট হয় তারা। রয়্যাল ৬৮ রানে জেতে। তাদের রাজনকুমার সিংহ ৬ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট কুড়িয়ে নেন। অজিতকুমার সিংহ ৩ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে স্টারের ২টি উইকেট তুলে নেন।

জিতল নেতাজি জনকল্যাণ

নিজস্ব সংবাদদাতা • হাওড়া

হাওড়ার পাঁচলা জয়নগর নেতাজি স্পোর্টিং ক্লাবের আয়োজনে শহিদ সতচরণ দাস ও বলাইচরণ রায় স্মৃতি ফরগুড ফুটবলে জয়ী হল একব্বরপুর নেতাজি জনকল্যাণ সমিতি। আট দলের এই ফুটবল প্রতিযোগিতার ১৫ মার্চ উদ্বোধন করেন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় শেখ সিকান্দর। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সমর ভট্টাচার্য। ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে বাউড়িয়া ফুটবল কোচিং সেন্টারকে হারিয়ে দেয় নেতাজি জনকল্যাণ সমিতি। ম্যান এব দ্য ম্যাচ হন নেতাজি জনকল্যাণ সমিতির বিশ্বনাথ দলুই। ম্যাচ পরিচালনা করেন আইএফএ-র রেফারি পিণ্টু সরকার।

ডোমজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • হাওড়া

ডোমজুড় থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ডোমজুড় ঝাঁপড়দহ স্কুলমাঠে। ১৫ মার্চ, রবিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন ডোমজুড় থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান অভয় মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডোমজুড় থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের অ্যাথলেটিক সেক্রেটারি তপন কর্মকার। প্রতিযোগিতায় ছিল ১০০ ও ৮০০ মিটার দৌড়, লং জাম্প, শটপুট-সহ আটটি ইভেন্ট। তিনটি বিভাগে পুরুষ ও মহিলা-সহ শতাধিক প্রতিযোগী যোগ দিয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অশোক মণ্ডল।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy