Advertisement
২৩ নভেম্বর ২০২৪

আইন হাতে নিতে নিষেধ গুরুঙ্গকে

শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি এ দিন মাত্র ২৫ মিনিট চলায় সেই ঝুলেই রইল গুরুঙ্গের ভাগ্য। এ দিন গুরুঙ্গের পক্ষে আইনজীবী পি এস পাটওয়ালিয়াই তাঁর সওয়াল শেষ করতে পারেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০৩:২৭
Share: Save:

বিমল গুরুঙ্গকে ফাঁসানো হয়েছে— এই দাবির প্রমাণে এ দিন একাধিক তথ্য পেশ করেন ফেরার মোর্চা নেতার আইনজীবী। কিন্তু এ দিনের শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা নিজেদের হাতে নিতে চাওয়াও উচিত নয়।

শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি এ দিন মাত্র ২৫ মিনিট চলায় সেই ঝুলেই রইল গুরুঙ্গের ভাগ্য। এ দিন গুরুঙ্গের পক্ষে আইনজীবী পি এস পাটওয়ালিয়াই তাঁর সওয়াল শেষ করতে পারেন। রাজ্য সরকারের তরফে আদালতে হাজির ছিলেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি। সময়ের অভাবে তাঁরা আজ মুখ খোলার সুযোগ পাননি। গুরুঙ্গের বিরুদ্ধে যে ৫৩টি এফআইআর এবং ঝুলে থাকা ২৪টি মামলার কথা বারবার করে বলে আসছে রাজ্য, এ দিন সেই সংক্রান্ত কাগজপত্র নিয়ে সওয়াল করেন পাটওয়ালিয়া। তিনি দাবি করেন, সরকারের তরফে করা ৩৩টি এফআইআর একেবারে হুবহু এক। তাঁর আরও দাবি, সারদা মামলার মতো এ ক্ষেত্রেও তদন্তের দায়িত্ব দেওয়া হোক সিবিআই-কে। গুরুঙ্গের তরফে দাবি করা হয়েছিল, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। এ দিন শীর্ষ আদালত জানায়, শান্তিপূর্ণ আন্দোলন একটি বিষয়, আর হাতে আইনশৃঙ্খলা নিতে চাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। আগামী সোমবার ওই মামলার ফের শুনানি হবে।

অন্য বিষয়গুলি:

বিমল গুরুঙ্গ Bimal Gurung
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy