দোলে প্যান্টের ভিতর শব্দবাজি, জখম যুবক
নিজস্ব সংবাদদাতা • গোঘাট
দোল খেলার সময়ে এক যুবকের প্যান্টের ভিতর চকোলেট বোম ঢুকিয়ে দেওয়া অভিযোগ উঠেছে হুগলির গোঘাটে। রবিবার সকালে হাজিপুর বাজারে ওই ঘটনায় মারাত্মক আহত হন স্থানীয় মণ্ডলা গ্রামের বছর বত্রিশের ওই যুবক। প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতাল, পরে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, কিছু দিনমজুর বন্ধুর সঙ্গে মদ্যপান করে হাজিপুর বাজারে দোল খেলছিলেন ওই যুবক। শব্দবাজিও ফাটানো হচ্ছিল। সোমবার সকালে তাঁর স্ত্রী গোঘাট থানায় হারাধন পিরি ও লালু বাগ-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, জবরদস্তি মদ খাইয়ে দেওয়ায় তাঁর স্বামী অস্বস্তি বোধ করে বাড়ি ফিরে আসতে চাইছিলেন। তখনই চকোলেট বোমের সলতেয় আগুন দিয়ে তাঁর প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযুক্তরা অবশ্য দাবি করেছেন, নেশার ঘোরে তাঁরা এই কাণ্ড করেছেন, বন্ধুর ক্ষতি করার কোনও ইচ্ছা তাঁদের ছিল না। পুলিশ রাত পর্যন্ত কাউকে ধরতে পারেনি।
বনগাঁয় পুলিশের উপর হামলা, ধৃত ১০
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হল বনগাঁয়। রবিবার দুপুরে সুভাষপল্লি এলাকার ওই ঘটনায় চার পুলিশকর্মী আহত হয়েছেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর শম্পা মোহান্তের অভিযোগ, ওই রাতেই স্থানীয় মহিলারা ঘটনায় জড়িতদের নাম পুলিশকে জানিয়ে দেওয়া সত্ত্বেও প্রকৃত দোষীদের বদলে সাধারণ মানুষকে ধরেছে তারা। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দোল উপলক্ষে বনগাঁ শহরে পুলিশি টহলদারি চলছিল। প্রচুর বেপরোয়া মোটরবাইক সিজ করা হয়। দুপুরে ১১ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় টহলে যায় পুলিশ। সেখানে মদ্যপ অবস্থায় দু’জন মোটরবাইক করে যাচ্ছিল। পুলিশ তাদের আটকালে বচসা বাধে। অভিযোগ, ওই দুই যুবক দাবি জানাতে থাকে, দোলের দিনে তাদের ধরা যাবে না। স্থানীয় একটি মাঠ থেকে আরও কয়েক জন মদ্যপ এসে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। এসডিপিও মীর সহিদুল আলি, আইসি নন্দন পানিগ্রাহী পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যায়।
পথ দুর্ঘটনায় মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় সোমবার হাওড়ায় এক মহিলা-সহ তিন জনের মৃত্যু হল। সকালে লরির ধাক্কায় ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে মুম্বই রোডে মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। মৃতদের নাম হাফিজুর রহমান (২২) ও জিয়াউল হক (৩৯)। হাফিজুরের বাড়ি ডোমজুড়ে, জিয়াউলের নিবড়ায়। অন্য দুর্ঘটনাটি ঘটে ঝিকিরার কাছে। বাইক থেকে পড়ে মৃত্যু হয় আমতা-২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মালতি জানার (৪০)। বাড়ি জয়পুরের শিবগাছিয়া গ্রামে। দেওরের বাইকে ঝিকিরা-আমতা রোড ধরে আসার পথে পড়ে যান মালতিদেবী। অমরাগড়ি বি বি ধর গ্রামীণ হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
ছেলে বাঁচাতে গিয়ে মরণঝাঁপ
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর
ছেলেকে বাঁচাতে গিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার শ্যামপুরের ঘনশ্যামপুর গ্রামে। মৃতের নাম রাজু দাস (৪৫)। বাড়ি শ্যামপুরেরই রানা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাজু কুয়ো পরিষ্কার করার কাজ করতেন। একটি বাড়ি থেকে কাজের বরাত পেয়ে তিনি ঘনশ্যামপুরে আসেন। সাহায্য করার জন্য সঙ্গে আনেন ছেলে মঙ্গলকে। পাতকুয়োটি ছিল গভীর। তাতে নামার পরে ছেলেকে তলিয়ে যেতে দেখে কুয়োয় ঝাঁপ দেন রাজু। কাছেই ছিলেন কয়েক জন। তাঁরা মঙ্গলকে উদ্ধার করলেও রাজুকে তুলতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও দমকল আসে। কুয়োর জল তুলে ফেলে দমকল রাজুর দেহ উদ্ধার করে।
যুবক খুনে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
কোন্নগরে নির্মীয়মাণ আবাসনে ঢুকে এক যুবককে গুলি করে খুনের অভিযোগে শনিবার তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে উত্তরপাড়া পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণমোহন রাম ওরফে ভাওর এবং অলোক গুহরায় এবং লালবাবু শেখ। প্রথম দু’জন কোন্নগরের বাসিন্দা। আর রিষড়ার লালবাবুকে পুলিশ ধরে সোমবার সন্ধ্যায়। তারা সমাজবিরোধী চিকুয়ার শাগরেদ। পুলিশের দাবি, ধৃতেরা অপরাধের কথা কবুল করেছে। কৃষ্ণমোহন এবং অলোককে রবিবার শ্রীরামপুর আদালতে পাঠালে তাদের জেল হাজত হয়। সেখানে তাদের টিআই প্যারেড করানো হবে। আজ, মঙ্গলবার লালবাবুকে আদালতে তোলা হবে।
বলাই গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল অশোকনগর-কল্যাণগড় পুর এলাকার ত্রাস সুজয় দাস ওরফে ছোট বলাই। রবিবার রাতে রাধা কেমিক্যাল মোড় থেকে তাকে ধরা হয়। তার বাড়ি ২ নম্বর স্কিম এলাকায়। পুলিশের দাবি, তার কাছে ২৫ কেজি গাঁজা মিলেছে। ওই রাতেই কল্যাণগড় থেকে সুজয়ের শাগরেদ গৌতম ঘটক ওরফে পুটে অস্ত্র-সহ ধরা পড়ে।
দুর্ঘটনায় মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার
পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। রবিবার ডায়মন্ডহারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে কপাটহাট মোড়ের কাছে স্থানীয় মঞ্জিতা গ্রামের রামদেব মণ্ডল (৬১) বাসে চাপা পড়েন। দুপুরে ফলতায় বাপন নস্কর (১৬) ও প্রবীর ঘোষ (১৮) নামে দুই ছাত্র গাড়ির ধাক্কায় মারা যান।
মারামারি, ধৃত ৯
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
ক্যানিং থেকে দোলে পুরুলিয়ায় গিয়ে হাতাহাতি করে গ্রেফতার হলেন ন’জন। রবিবার বাঘমুণ্ডিতে অযোধ্যা পাহাড়ের নীচে পাথরডি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। পিকনিক করার জায়গা ঠিক করা নিয়ে এলাকাবাসীর সঙ্গে বিবাদে জড়ান পর্যটকেরা।
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী
পতাকা লাগানোর সময়ে আরএসপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে বাসন্তীর উত্তর ভাঙনখালির ঘটনা। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করে দাবি, “মিথ্যা অভিযোগ।”
বৃদ্ধাকে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল ভোগল আলি নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার বসিরহাটের কচুয়া গ্রামের ওই ঘটনায় নির্যাতিতা ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি।
পুলিশের উপর হামলা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পুলিশকর্মীদের দিকে ইট ছোড়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বনগাঁর সুভাষপল্লি এলাকার ওই ঘটনায় ৪ পুলিশকর্মী আহত হন। বাকিদের খোঁজ চলছে। পুলিশ সূত্রের খবর, ১১ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় দুই মদ্যপ মোটরবাইক-আরোহীকে আটকালে তারা পুলিশের উপর চড়াও হয়।
ধর্ষণে ধৃত
বছর ষোলোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে তারই সমবয়সী এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকালে হুগলির পুড়শুড়ায় বলরামপুরে ঘটনাটি ঘটে বলে কিশোরীর মা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। পুলিশ ছেলেটিকে ধরে উত্তরপাড়া জুভেনাইল কোর্টে পাঠালে জামিন হয়নি।
নির্যাতনে হাজত
গত শনিবার সন্ধ্যায় আরামবাগের কাবলে সংলগ্ন তারালি গ্রামে বছর সাতের বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গৌতম বিশ্বাস নামে এক বাস কন্ডাক্টরকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিল আরামবাগ আদালত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy